Lalit Modi Assets: বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সঙ্গে ১১,০০০ কোটি টাকার সম্পত্তির দখল নিয়ে কোর্টে লড়াইতে ললিত মোদি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lalit Modi Assets: বাবা-র মৃত্যুর পর থেকেই সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে মা ও ভাই-বোনের সঙ্গে মামলায় ললিত মোদি৷
#নয়াদিল্লি: ব্রিটেনে বসবাসকারী ব্যবসায়ী ললিত মোদির নিজের মা ও অন্য ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল, বর্তমানে হঠাৎ করেই তা আরও বাজে দিকে পরিণতি নিল৷ এমনকি সুপ্রিম কোর্টের নিয়োগ করা মধ্যস্থতাকারী প্রাক্তন বিচারপতি এবং দাপুটে উকিলরাও সমঝোতা সূত্র খুঁজে পেতে একেবারে নাজেহাল৷ বিরক্ত সুপ্রিম কোর্ট দু পক্ষকেই আগামী শুনানির দিন একসঙ্গে হাজির হয়ে এই সমস্যার সমাধান খুঁজতে বলেছে৷ Photo- Collected
advertisement
২ নভেম্বর ২০১৯ সালে কেকে মোদির মৃত্যুর পর ললিত মোদি , তাঁর মা বীনা মোদি, তাঁর বোন চারু এবং ভাই সমীরসের মধ্যে সম্পত্তি নিয়ে গণ্ডগোল শুরু হয়ে যায়৷ ললিত মোদি সিঙ্গাপুরের আদালত থেকে আপিল করেন কিন্তু দিল্লি হাইকোর্ট যা খারিজ করে দেয়৷ এবারের বিশেষ আবেদন এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া এবং এই মামলার শুনানি করে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে৷
advertisement
বৃহস্পতিবারের শুনানির জন্য ললিত মোদির পক্ষ থেকে বলা হয় মধ্যস্থতার জন্য সব চেষ্টাই নষ্ট হয়েছে৷ পরের শুনানির দিন ১ অগাস্ট৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণার নেতৃত্বাধীন বিচারপতি কৃষ্ণা মুরারি ও বিচারপতি হিমা কোহলি এই মামলার শুনানি শুনছেন৷ শুনানির দরুণ প্রধান বিচারপতি জানিয়েছেন গত বার মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে৷ কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি৷
advertisement
সুপ্রিম কোর্ট ২০২১ -র ১৬ ডিসেম্বর মামলার শুনানির দরুণ প্রাক্তন বিচারপতি বিক্রমজিৎ সেন এবং বিচারক কুরিয়ান জোসেফকে মধ্যস্থতাকারী নিযুক্ত করে৷ তারা শুনানির দরুণ জানান তাদের মধ্যস্থতা নিষ্ফলা হয়েছে৷ কোর্টে ললিত মোদির পক্ষ থেকে নিযুক্ত উকিল হরিশ সালভে আর তাঁর মা বীনা মোদির পক্ষ থেকে উকিল কপিল সিব্বল এবং মুকুল রোহতগি কেস লড়ছেন৷
advertisement
সুপ্রিম কোর্টে ললিত মোদির মা বীনা মোদির উকিল কপিল সিব্বল বলেন, ললিত মোদি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী আদালত দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে৷ এই চ্যালেঞ্জ বিশেষ অ্যাপিলের অধীনে নেওয়া সম্ভব নয়৷ এই বিবাদ ট্রাস্ট সম্পর্কিত৷ যেখানে বিশেষ আপিল করা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে৷ ব্রিটেনে দায়ের করা এই মামলার বিরোধিতা করেন মুকুল রোহতগি৷ তিনি বলেন ট্রাস্টের মামলা ট্রাস্ট আইনের দরুণ ট্রাস্টির কর্তব্যের কোনও অংশ হতে পারে না৷ এটা ট্রাস্ট অ্যাক্টের বিরুদ্ধে৷
advertisement
ললিত মোদির উকিল হরিশ সালভে বলেন, ‘‘প্রতিবাদীর আপত্তি একেবারেই খারিজ করে দেওয়া উচিত৷ যদি ট্রাস্ট সংক্রান্ত মামলার পাওয়ার অফ অ্যাটর্নি না দেওয়া যায় তাহলে এরকম মামলায় দাঁড়ানোর জন্য উকিলও পাওয়া উচিত নয়৷ ললিত মোদি কেবল একজন ট্রাস্টিই নয়, তিনি লভ্যাংশেরও একজন ভাগিদার৷ তাই সেইভাবে তিনি ট্রাস্ট ডিড ভাঙা হয়েছে এই দাবি করতেই পারেন৷ এটা অভিযোগ করেন প্রতিবাদীরা সম্পত্তি বিক্রি করতেও শুরু করে দিয়েছেন৷
advertisement