মাধ্যমিকে তিনবার ফেল, সরকারি চাকরি করেননি! এই ভারতীয় ক্রিকেটার এখন কোটিপতি

Last Updated:
Krunal Pandya: সরকারি চাকরি পেয়েও করেননি। হাজার চাপেও ক্রিকেট ছাড়েননি।
1/6
ছোট থেকেই অভাবের সঙ্গে লড়াই। তবে তিনি কখনও নিজের লক্ষ্য থেকে সরেননি। এমনকী সরকারি চাকরি পেয়েও করেনননি ক্রুনাল পান্ডিয়া।
ছোট থেকেই অভাবের সঙ্গে লড়াই। তবে তিনি কখনও নিজের লক্ষ্য থেকে সরেননি। এমনকী সরকারি চাকরি পেয়েও করেনননি ক্রুনাল পান্ডিয়া।
advertisement
2/6
ক্রিকেট খেলার সময়ই তিনি স্পিড পোস্টে চাকরির প্রস্তাব পান। তবে সেই চাকরি করতে চাননি ক্রুনাল।
ক্রিকেট খেলার সময়ই তিনি স্পিড পোস্টে চাকরির প্রস্তাব পান। তবে সেই চাকরি করতে চাননি ক্রুনাল।
advertisement
3/6
ক্রুনালের বাবা অবশ্য চেয়েছিলেন, ছেলে চাকরিটা করুক। তবে সেই সময় ক্রুনালের ট্রায়াল চলছিল। তাই তিনি ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন।
ক্রুনালের বাবা অবশ্য চেয়েছিলেন, ছেলে চাকরিটা করুক। তবে সেই সময় ক্রুনালের ট্রায়াল চলছিল। তাই তিনি ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন।
advertisement
4/6
একটা সময় মাধ্যমিকে ফেল করেছিলেন ক্রুনাল। ক্রিকেট ছিল তাঁর ধ্যান-জ্ঞান। ক্রিকেটের জন্য তিনি কখনও সেভাবে পড়াশোনা নিয়ে ভাবেননি।
একটা সময় মাধ্যমিকে ফেল করেছিলেন ক্রুনাল। ক্রিকেট ছিল তাঁর ধ্যান-জ্ঞান। ক্রিকেটের জন্য তিনি কখনও সেভাবে পড়াশোনা নিয়ে ভাবেননি।
advertisement
5/6
ক্রুনালের বাবার কার ফিনান্স-এর ছোট ব্যবসা ছিল। মা গৃহবধূ। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা ছিল। তবে তিনি ও তাঁর ভাই হার্দিক কখনও পরিস্থিতির চাপে পড়ে ক্রিকেট খেলা ছাড়েননি।
ক্রুনালের বাবার কার ফিনান্স-এর ছোট ব্যবসা ছিল। মা গৃহবধূ। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা ছিল। তবে তিনি ও তাঁর ভাই হার্দিক কখনও পরিস্থিতির চাপে পড়ে ক্রিকেট খেলা ছাড়েননি।
advertisement
6/6
জানা যায়, ক্লাস টেনে তিনবার ফেল করেছিলেন ত্রুুনাল। তার পর একটা সময় আর স্কুলে যেতেন না। তবে শেষ পর্যন্ত তিনি কলেজ পর্যন্ত যান।
জানা যায়, ক্লাস টেনে তিনবার ফেল করেছিলেন ত্রুুনাল। তার পর একটা সময় আর স্কুলে যেতেন না। তবে শেষ পর্যন্ত তিনি কলেজ পর্যন্ত যান।
advertisement
advertisement
advertisement