KL Rahul-Athiya Shetty: কেএল রাহুলের পরিবারে আসছে নতুন সদস্য! কবে বাবা হবেন ক্রিকেটার, জানিয়ে দিলেন শ্বশুর সুনীল শেট্টি

Last Updated:
KL Rahul-Athiya Shetty: কেএল রাহুল পত্নী আথিয়া শেট্টি গত নভেম্বরে মা হওয়ার কথা জানিয়েছিলেন। কবে তাঁদের ঘরে সন্তান আসছে তা জানিয়ে দিলেন সুনীল শেট্টি।
1/5
কেএল রাহুল পত্নী আথিয়া শেট্টি গত নভেম্বরে মা হওয়ার কথা জানিয়েছিলেন। এবার কবে কেএল রাহুল এবং আথিয়া শেট্টির কোল আলো করে নতুন সদস্য আসছে তা-ও জানিয়ে দিলেন সুনীল শেট্টি।
কেএল রাহুল পত্নী আথিয়া শেট্টি গত নভেম্বরে মা হওয়ার কথা জানিয়েছিলেন। এবার কবে কেএল রাহুল এবং আথিয়া শেট্টির কোল আলো করে নতুন সদস্য আসছে তা-ও জানিয়ে দিলেন সুনীল শেট্টি।
advertisement
2/5
একটি পডকাস্টে সুনীল শেট্টি জানান, এপ্রিল মাসেই রাহুল-আথিয়ার সন্তানের জন্ম হবে।
একটি পডকাস্টে সুনীল শেট্টি জানান, এপ্রিল মাসেই রাহুল-আথিয়ার সন্তানের জন্ম হবে।
advertisement
3/5
সেই সময় আইপিএল চলবে, অর্থাৎ আইপিএলের মাঝেই রাহুল-আথিয়ার ঘরে আসবেন নতুন সদস্য।
সেই সময় আইপিএল চলবে, অর্থাৎ আইপিএলের মাঝেই রাহুল-আথিয়ার ঘরে আসবেন নতুন সদস্য।
advertisement
4/5
সেই পডকাস্টে যখন সুনীল শেট্টির পরিবার নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেন, “এখন আমাদের মধ্যে শুধু হবু নাতি-নাতনিকে নিয়ে কথা হয়”।
সেই পডকাস্টে যখন সুনীল শেট্টির পরিবার নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেন, “এখন আমাদের মধ্যে শুধু হবু নাতি-নাতনিকে নিয়ে কথা হয়”।
advertisement
5/5
কথার ফাঁকে কবে সন্তান হবে তা-ও বলে দিলেন সুনীল শেট্টি। তিনি বলেন, “আপাতত এপ্রিলে আথিয়ায় সন্তানের জন্মের জন্য অপেক্ষা করছেন তিনি”।
কথার ফাঁকে কবে সন্তান হবে তা-ও বলে দিলেন সুনীল শেট্টি। তিনি বলেন, “আপাতত এপ্রিলে আথিয়ায় সন্তানের জন্মের জন্য অপেক্ষা করছেন তিনি”।
advertisement
advertisement
advertisement