KKR Match at Eden Gardens: ইডেন গার্ডেন্সেই কি হবে কেকেআরের হোম ম্যাচ, বড় খবরের উপর থেকে পর্দা সরালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Match at Eden Gardens: কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে তাঁর কথোপকথন হয়েছে। এরপর তিনি তাঁকে চিঠিও লিখেছেন। একই সাথে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমালকে একটি চিঠিও লিখেছেন।
advertisement
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজের পয়েন্ট পরিষ্কার করে দিয়েছেন৷ একাধিক সংবাদমাধ্যম থেকে খবর সামনে এসেছিল ইডেন গার্ডেন্সে পুনর্নবীকরণের কাজ চলছে৷ সিএবি প্রেসিডেন্ট সেই খবরের সত্যতাও সম্পূর্ণ রূপে উড়িয়ে দিয়েছেন৷ তিনি জানিয়েছেন আর্মির থেকে এখনও ইডেন গার্ডেন্সের বাইরের দিকে রেনোভেশনের কাজের কোনও অনুমতি পাওয়া যায়নি।
advertisement
সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন কেকেআরের হোম গ্রাউন্ড হবে ইডেনই‘‘আমি সেই রিপোর্টগুলি দেখেছি যেখানে ত্রিপুরার সেক্রেটারি বলছেন, একটি নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে যেখানে কেকেআরের বেশ কিছু ম্যাচ হবে৷ আমার মনে হয় না কেকেআর তাতে রাজি হবে৷ কারণ কেউ ইডেন গার্ডেন্স ছাড়তে চায় না৷ একটা ম্যাচ হলে ঠিক আছে৷ এই বছর ওপেনিং সেরিমনি ও ফাইনাল ইডেনেই হবে৷ রেভ স্পোর্টসকে সাক্ষাৎকারে এই কথা বলেছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷
advertisement
সপ্তাহখানেক আগে সংবাদে দাবি করা হয়েছে যে ত্রিপুরা তাদের নতুন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকটি আইপিএল ২০২৫ ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। স্নেহাশিস গঙ্গোপাধায় দাবি করেছেন যে ইডেন গার্ডেন্সে কেকেআর যে টার্নআপ অর্থাৎ দর্শক পায় এবং সমর্থন পায় তা তুলনাহীন এবং এইভাবে সমস্ত কেকেআর ম্যাচগুলি আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
advertisement
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "আপনি ৬৫০০০ দর্শককে অস্বীকার করতে পারবেন না। গত মরশুমের আগেও কেকেআরের খারাপ মরশুমেও প্রতিটি ম্যাচই ছিল মাঠ ছিল হাউসফুল। সংস্কারের জন্য আমাদের কোনও কর্মসূচি নেই। এ ধরনের যেকোনও কাজের জন্য আর্মির অনুমোদনের প্রয়োজন হওয়ায় ২ বছর সময় লাগে। এখনও পর্যন্ত ইজারা পুনর্নবীকরণ করা হয়নি তাই আমরা কোনও ধরণের বাইরের সংস্কার করার জন্য সেনাবাহিনীর কাছ থেকে কোনও সবুজ সংকেত পাইনি৷"