KKR Full Squad: নিলামের পর কেমন হল কেকেআরের সম্পূর্ণ দল? শেষ বেলায় একের পর এক চমক দিল কলকাতা

Last Updated:
KKR Kolkata Knight Riders Full Squad After IPL 2025 Mega Auction: নিলামের প্রথম দিনে মোট ৬ জন ক্রিকেটারকে কিনেছিল কেকেআর। দ্বিতীয় দিনে কলকাতা কিনল ১০ জনকে। কেমন হল পুরো দল।
1/6
নিলামের প্রথম দিনে মোট ৬ জন ক্রিকেটারকে কিনেছিল কেকেআর। ২৩.৭৫ কোটি সর্বোচ্চ দর পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কেকেআর দলে নিয়ে আনরিখ নকিয়া, কুইন্টন ডিকক, বৈভব অরোরা, আংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজকে নিয়েছিল নাইটরা।
নিলামের প্রথম দিনে মোট ৬ জন ক্রিকেটারকে কিনেছিল কেকেআর। ২৩.৭৫ কোটি সর্বোচ্চ দর পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কেকেআর দলে নিয়ে আনরিখ নকিয়া, কুইন্টন ডিকক, বৈভব অরোরা, আংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজকে নিয়েছিল নাইটরা।
advertisement
2/6
দ্বিতীয় দিনের নিলাম থেকে আরও ১০ জন ক্রিকেটারকে কিনল কেকেআর। বিশেষ করে অন্যান্যবারের মতন এবারও নিলামের শেষের দিকে ঝড় তোলে কেকেআর। একের পর এক পটাপট প্লেয়ার কেনে নাইটরা।
দ্বিতীয় দিনের নিলাম থেকে আরও ১০ জন ক্রিকেটারকে কিনল কেকেআর। বিশেষ করে অন্যান্যবারের মতন এবারও নিলামের শেষের দিকে ঝড় তোলে কেকেআর। একের পর এক পটাপট প্লেয়ার কেনে নাইটরা।
advertisement
3/6
দ্বিতীয় দিন যে ১০ ক্রিকেটারকে কিনেছে কেকেআর তারা হলেন,স্পেনসর জনসন, রহমানউল্লাহ গুরবাজ, মইন আলি, অজিঙ্কে রাহানে, রভমন পাওয়েল, উমরান মালিক, মনিশ পাণ্ডে, অনুকূল রায়, মায়াঙ্ক মারকান্ডে, লভনীত সিসোদিয়া।
দ্বিতীয় দিন যে ১০ ক্রিকেটারকে কিনেছে কেকেআর তারা হলেন,স্পেনসর জনসন, রহমানউল্লাহ গুরবাজ, মইন আলি, অজিঙ্কে রাহানে, রভমন পাওয়েল, উমরান মালিক, মনিশ পাণ্ডে, অনুকূল রায়, মায়াঙ্ক মারকান্ডে, লভনীত সিসোদিয়া।
advertisement
4/6
নিলামে প্রাথমিক লক্ষ ছিল কেকেআরের গতবারের চ্যাম্পিয়ন দল যতটা সম্ভব ফেরানো। শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, মিচেল স্টার্ক, নীতিশ রানা হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে। তবে গতবারের দলের ১১ জনকে ফেরাতে পেরেছে কেকেআর।
নিলামে প্রাথমিক লক্ষ ছিল কেকেআরের গতবারের চ্যাম্পিয়ন দল যতটা সম্ভব ফেরানো। শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, মিচেল স্টার্ক, নীতিশ রানা হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে। তবে গতবারের দলের ১১ জনকে ফেরাতে পেরেছে কেকেআর।
advertisement
5/6
এই ১১ জনের মধ্যে ৬ জনকে আগেই রিটেন করেছিল কেকেআর। তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিং। সব মিলিয়ে নিলাম থেকে যে দল গঠন করা হয়েছে তাতে খুশি কেকেআর ম্যানেজমেন্ট।
এই ১১ জনের মধ্যে ৬ জনকে আগেই রিটেন করেছিল কেকেআর। তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিং। সব মিলিয়ে নিলাম থেকে যে দল গঠন করা হয়েছে তাতে খুশি কেকেআর ম্যানেজমেন্ট।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন নিলামের পর কেকেআরের চূড়ান্ত দল: ভেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), এনরিখ নকিয়া (৬ কোটি ৫০ লক্ষ), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি), কুইন্টন ডিকক (৩ কোটি ৬০ লক্ষ), আংকৃশ রঘুবংশী (৩ কোটি), স্পেনসর জনসন (২ কোটি ৮০ লক্ষ), রহমানউল্লাহ গুরবাজ় (২ কোটি), মইন আলি (২ কোটি), বৈভব অরোরা (১ কোটি ৮০ লক্ষ), অজিঙ্কে রাহানে (১ কোটি ৩০ লক্ষ), রভমন পাওয়েল (১ কোটি ৫০ লক্ষ), উমরান মালিক (৭৫ লক্ষ), মনিশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ), লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ)।
এক ঝলকে দেখে নিন নিলামের পর কেকেআরের চূড়ান্ত দল: ভেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), এনরিখ নকিয়া (৬ কোটি ৫০ লক্ষ), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি), কুইন্টন ডিকক (৩ কোটি ৬০ লক্ষ), আংকৃশ রঘুবংশী (৩ কোটি), স্পেনসর জনসন (২ কোটি ৮০ লক্ষ), রহমানউল্লাহ গুরবাজ় (২ কোটি), মইন আলি (২ কোটি), বৈভব অরোরা (১ কোটি ৮০ লক্ষ), অজিঙ্কে রাহানে (১ কোটি ৩০ লক্ষ), রভমন পাওয়েল (১ কোটি ৫০ লক্ষ), উমরান মালিক (৭৫ লক্ষ), মনিশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ), লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ)।
advertisement
advertisement
advertisement