IPL 2025 KKR vs SRH: বদলা হল না! বিধ্বংসী কলকাতার কাছে ফের খড়কুটোর মতো উড়ে গেল হায়দরাবাদ

Last Updated:
IPL 2025: আইপিএল ফাইনাল হারের বদলা হল না। কলকাতার কাছে ফের জঘন্য হার হায়দরাবাদের। ইডেনে ৮০ রানে হারল কলকাতা।
1/5
আইপিএল ফাইনাল হারের বদলা হল না। কলকাতার কাছে ফের জঘন্য হার হায়দরাবাদের। ইডেনে ৮০ রানে হারল কলকাতা।
আইপিএল ফাইনাল হারের বদলা হল না। কলকাতার কাছে ফের জঘন্য হার হায়দরাবাদের। ইডেনে ৮০ রানে হারল কলকাতা।
advertisement
2/5
এদিন প্রথমে ব্যাট করে শুরুর দিকে চাপে পড়লেও ঘুরে দাঁড়ায় কেকেআর। ৩২ বলে ৫০ করেন রঘুবংশী। ২৭ বলে ৩৮ করেন রাহানে।
এদিন প্রথমে ব্যাট করে শুরুর দিকে চাপে পড়লেও ঘুরে দাঁড়ায় কেকেআর। ৩২ বলে ৫০ করেন রঘুবংশী। ২৭ বলে ৩৮ করেন রাহানে।
advertisement
3/5
রঘুবংশী এবং রাহানের উইকেট হারিয়ে যখন চাপে পড়েছে কেকেআর, তখনই দলের হাল ধরেন ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং। ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন রিঙ্কু, ভেঙ্কটেশ আয়ার করেন ২৯ বলে ৬০।
রঘুবংশী এবং রাহানের উইকেট হারিয়ে যখন চাপে পড়েছে কেকেআর, তখনই দলের হাল ধরেন ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং। ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন রিঙ্কু, ভেঙ্কটেশ আয়ার করেন ২৯ বলে ৬০।
advertisement
4/5
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে হায়দরাবাদ। কেকেআরের বোলিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় হায়দরাবাদের ব্যাটিং।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে হায়দরাবাদ। কেকেআরের বোলিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় হায়দরাবাদের ব্যাটিং।
advertisement
5/5
১২০ রানে সব উইকেট হারিয়ে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। ৩টি করে উইকেট নেন বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৩ করেন ক্লাসেন।
১২০ রানে সব উইকেট হারিয়ে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। ৩টি করে উইকেট নেন বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৩ করেন ক্লাসেন।
advertisement
advertisement
advertisement