MS Dhoni: আইপিএলে প্রতি ম্যাচ খেলে কত টাকা আয় ধোনির, জানলে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:
MS Dhoni: আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসে খেলছেন এমএস ধোনি। দলকে দ্বিতীয় সর্বাধিক ৪বার চ্যাম্পিয়নও করেছেন মাহি। ধোনির দল প্লে অফ ও ফাইনাল খেলেছে সবথেকে বেশি।
1/6
আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসে খেলছেন এমএস ধোনি। দলকে দ্বিতীয় সর্বাধিক ৪বার চ্যাম্পিয়নও করেছেন মাহি। ধোনির দল প্লে অফ ও ফাইনাল খেলেছে সবথেকে বেশি।
আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসে খেলছেন এমএস ধোনি। দলকে দ্বিতীয় সর্বাধিক ৪বার চ্যাম্পিয়নও করেছেন মাহি। ধোনির দল প্লে অফ ও ফাইনাল খেলেছে সবথেকে বেশি।
advertisement
2/6
দলকে যেমন সাফল্য এনে দিয়েছেন ধোনি, সিএসকে ফ্র্যা‍ঞ্চাইজিও সম্মান, ভালোবাসা থেকে অর্থ, কোনও কিছুরই কমতি রাখেননি দলের মহাতারকার জন্য। ২০২১ সাল পর্যন্ত দলে সবথেকে বেশি টাকা পেতেন ধোনি।
দলকে যেমন সাফল্য এনে দিয়েছেন ধোনি, সিএসকে ফ্র্যা‍ঞ্চাইজিও সম্মান, ভালোবাসা থেকে অর্থ, কোনও কিছুরই কমতি রাখেননি দলের মহাতারকার জন্য। ২০২১ সাল পর্যন্ত দলে সবথেকে বেশি টাকা পেতেন ধোনি।
advertisement
3/6
তবে ২০২২ সালে নিজেই কিছুটা দর কমান। যেই নজিরও বিরল। ধোনির থেকে বেশি টাকা এখন সিএসকে-তে পান রবীন্দ্র জাদেজা। বর্তমানে ১২ কোটি টাকা পান ধোনি চেন্নাই সুপার কিংসের কাছ থেকে।
তবে ২০২২ সালে নিজেই কিছুটা দর কমান। যেই নজিরও বিরল। ধোনির থেকে বেশি টাকা এখন সিএসকে-তে পান রবীন্দ্র জাদেজা। বর্তমানে ১২ কোটি টাকা পান ধোনি চেন্নাই সুপার কিংসের কাছ থেকে।
advertisement
4/6
এখনও পর্যন্ত আইপিএল থেকে  ১৭৬ কোটি টাকা আয় করেছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০০ কোটি বলে জানা গিয়েছে। বর্তমানে খেলা, ব্যবসা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট সবকিছু মিলিয়ে ধোনি ১৩০ কোটি টাকার কিছু বেশি রোজগার করেন।
এখনও পর্যন্ত আইপিএল থেকে ১৭৬ কোটি টাকা আয় করেছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০০ কোটি বলে জানা গিয়েছে। বর্তমানে খেলা, ব্যবসা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট সবকিছু মিলিয়ে ধোনি ১৩০ কোটি টাকার কিছু বেশি রোজগার করেন।
advertisement
5/6
তবে সিএসকে-তে ১২ কোটি টাকা চুক্তিতে পেলেও ধোনির প্রতি ম্যাচ পিছু কত রোজগার তা জানার কৌতুহল রয়েছে ক্রিকেট ও ধোনি ফ্যানেদের মধ্যে। পুরো সঠিক জানা না গেলেও যা খবর, তাতে আইপিএলে প্রতি ম্যাচ পিছু ধোনির রোজগার ৮৬ লক্ষ টাকা।
তবে সিএসকে-তে ১২ কোটি টাকা চুক্তিতে পেলেও ধোনির প্রতি ম্যাচ পিছু কত রোজগার তা জানার কৌতুহল রয়েছে ক্রিকেট ও ধোনি ফ্যানেদের মধ্যে। পুরো সঠিক জানা না গেলেও যা খবর, তাতে আইপিএলে প্রতি ম্যাচ পিছু ধোনির রোজগার ৮৬ লক্ষ টাকা।
advertisement
6/6
তবে সিএসকে, ভারত সহ গোটা বিশ্বের কাছে ধোনির কদর টাকার থেকে অনেক বেশি। সরকারি ঘোষণা না হলেও এবারই হয়তো শেষ আইপিএল খেলছেন ধোনি। তাই তাঁর হাতে আরও একবার ট্রফি দেখতে চান ফ্যানেরা।
তবে সিএসকে, ভারত সহ গোটা বিশ্বের কাছে ধোনির কদর টাকার থেকে অনেক বেশি। সরকারি ঘোষণা না হলেও এবারই হয়তো শেষ আইপিএল খেলছেন ধোনি। তাই তাঁর হাতে আরও একবার ট্রফি দেখতে চান ফ্যানেরা।
advertisement
advertisement
advertisement