IPL 2019: আইপিএলের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিকের নজির Curran-এর, দিল্লিকে হারিয়ে দু’নম্বরে KXIP

Last Updated:
1/5
কিংস ইলেভেন পঞ্জাব: ১৬৬/৯, দিল্লি ক্যাপটালস: ১৫২ (১৯.২ ওভার) কিংস ইলেভেন জয়ী ১৪ রানে ৷ Photo Courtesy: IPL 2019
কিংস ইলেভেন পঞ্জাব: ১৬৬/৯, দিল্লি ক্যাপটালস: ১৫২ (১৯.২ ওভার) কিংস ইলেভেন জয়ী ১৪ রানে ৷ Photo Courtesy: IPL 2019
advertisement
2/5
চলতি আইপিএলের প্রথম হ্যাটট্রিকটা করতে সফল কিংস ইলেভেনের স্যাম কারান ৷ আইপিএলের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক করা বোলার এখন তিনি ৷ Photo Courtesy: BCCI/IPL
চলতি আইপিএলের প্রথম হ্যাটট্রিকটা করতে সফল কিংস ইলেভেনের স্যাম কারান ৷ আইপিএলের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক করা বোলার এখন তিনি ৷ Photo Courtesy: BCCI/IPL
advertisement
3/5
হ্যাটট্রিকের শুরুটা ছিল হার্শাল প্যাটেলকে দিয়ে ৷ সেটি ছিল ১৮ তম ওভারের শেষ বল। এরপর পরের ওভার বল করতে এসে পরপর দু’বলে প্যাভিলিয়ানে ফেরান রাবাদা এবং লামিশানেকে ৷ ক্রিস গেইলের চোট নিয়ে কিংস ইলেভেন দলে একটা উদ্বেগ তৈরি হলেও সেটা একাই কাটিয়ে দিলেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার কারান ৷ ঋষভ-ইনগ্রামের ঝড় থামিয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। জিতে লিগ টেবলে দু’নম্বরে উঠে এল প্রীতি জিন্টার দল ৷ Photo Courtesy: BCCI/IPL
হ্যাটট্রিকের শুরুটা ছিল হার্শাল প্যাটেলকে দিয়ে ৷ সেটি ছিল ১৮ তম ওভারের শেষ বল। এরপর পরের ওভার বল করতে এসে পরপর দু’বলে প্যাভিলিয়ানে ফেরান রাবাদা এবং লামিশানেকে ৷ ক্রিস গেইলের চোট নিয়ে কিংস ইলেভেন দলে একটা উদ্বেগ তৈরি হলেও সেটা একাই কাটিয়ে দিলেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার কারান ৷ ঋষভ-ইনগ্রামের ঝড় থামিয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। জিতে লিগ টেবলে দু’নম্বরে উঠে এল প্রীতি জিন্টার দল ৷ Photo Courtesy: BCCI/IPL
advertisement
4/5
 ২ ওভার দু’বল করে হ্যাটট্রিক-সহ ১১ রান দিয়ে ৪ উইকেট নেন কারান ৷ Photo Courtesy: BCCI/IPL
২ ওভার দু’বল করে হ্যাটট্রিক-সহ ১১ রান দিয়ে ৪ উইকেট নেন কারান ৷ Photo Courtesy: BCCI/IPL
advertisement
5/5
ম্যাচ শেষে ঢোল বাজিয়ে ভাংড়া কিংস ইলেভেন ক্রিকেটারদের ৷ Photo Courtesy: BCCI/IPL
ম্যাচ শেষে ঢোল বাজিয়ে ভাংড়া কিংস ইলেভেন ক্রিকেটারদের ৷ Photo Courtesy: BCCI/IPL
advertisement
advertisement
advertisement