অঙ্কিতের পাঁচ উইকেট কাজে এল না, কিংসকে হারিয়ে দু’নম্বরে সানরাইজার্স
Last Updated:
আরও একটা লো স্কোরিং থ্রিলার ক্রিকেটপ্রেমীদের উপহার দিলেন সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পঞ্জাব দলের ক্রিকেটাররা ৷ মাত্র ১৩২ রানের পুঁজি নিয়েও বৃহস্পতিবার কিংস ইলেভেনকে নিজেদের ঘরের মাঠে ১৩ রানে হারাল সানরাইজার্স ৷ রান তাড়া করতে নেমে মাত্র ১১৯ রানেই অল-আউট গেইলরা ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
advertisement
advertisement
এদিন কিংস ইলেভেনের হয়ে অবশ্য বল হাতে দুরন্ত ছিলেন পেসার অঙ্কিত রাজপুত ৷ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে একাই পাঁচ উইকেট নেন তিনি ৷ কিন্তু শেষপর্যন্ত তাঁর দুর্দান্ত পারফরম্যান্স কাজে এল না ৷ সানরাইজার্স বোলারদের নিখুঁত বুদ্ধিদীপ্ত বোলিংই জয় এনে দিল দলকে ৷ এই ম্যাচ জিতে এখন কিংসকে টপকে লিগ টেবলে দু’নম্বরে উঠে এল হায়দরাবাদ ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
advertisement