হোম » ছবি » খেলা » বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
Debalina Datta
1/ 14
পশ্চিমবঙ্গে এখন ভোটের উত্তাপ ৷ তবে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দারুণ পারফরম্যান্স করে ক্রিকেটীয় উত্তাপ বাড়ালেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ৷ Photo Courtesy: IPL/BCCI
2/ 14
এদিন কলকাতার ‘ইডেন বেল’ বাজালেন প্রাক্তন অজি তারকা শ্যেন ওয়ার্ন ৷ বিখ্যাত এই তারকার হাতের স্পর্শে আরও বিশেষ হয়ে রইল এই বেল ৷ Photo Courtesy: IPL/BCCI
3/ 14
এদিন টসে জিতে চিরাচরিত ঘরানা মেনে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷ দুরন্ত ফর্মে থাকা জস বাটলার একাই ম্যাচের সব রোশনাই ছিনিয়ে নেবেন ঢঙে শুরু করেন ৷ ২২ বলে ৩৯ এ রয়েছেন ৫ টি চার ও ২ টি ছয় ৷ Photo Courtesy: IPL/BCCI
4/ 14
জসের পারফরম্যান্স আরও রঙিন করে দেয় চিয়ার গার্লদের রঙিন উপস্থাপনা ৷ Photo Courtesy: IPL/BCCI
5/ 14
কিন্তু জসের জন্য নাইটদের স্পেশাল প্ল্যানিংয়ের ছকে বন্দি হয়ে যান তিনি ৷ বধ হন কুলদীপ যাদবের স্পিনাস্ত্রে ৷ Photo Courtesy: IPL/BCCI
6/ 14
এরপর রাজস্থান শিবিরে শুধুই আয়ারাম-গয়ারামের কাহিনি ৷ নাইটদের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া কুলদীপ যাদবের শিকার ৪ জন রয়্যালস ক্রিকেটার ৷ Photo Courtesy: IPL/BCCI
7/ 14
এরফলে ১৯ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস ৷ আর প্রতিপক্ষকে এত অল্প রানে বেঁধে রাখতে পেরে কেকেআর ফ্যানরা মেতে ওঠেন দারুণ আনন্দে ৷ Photo Courtesy: IPL/BCCI
8/ 14
রান তাড়া করতে নেমেও ধামাকা শুরু করেন সুনীল নারিন ৷ বল হাতে ১ টি উইকেট পাওয়ার দুঃখ মেটাতে যেন ব্যাট দিয়ে রাজস্থান সংহারে নামেন তিনি ৷ মাত্র ৭ বলে ২টি চার ও ২ টি ছয় সহ তিনি করেন ২১ ৷ Photo Courtesy: IPL/BCCI
9/ 14
কিন্তু বেশিক্ষণ মেয়াদ হয়নি তাঁর ইনিংসের ৷ স্টোকসের শিকার হন তিনি ৷ হতাশ হন নাইট ফ্যানরা ৷ Photo Courtesy: IPL/BCCI
10/ 14
এদিনের ম্যাচে ইডেন গ্যালারির গ্ল্যামার বাড়তে হাজির ছিলেন না শাহরুখ খান বা জুহি চাওলা ৷ তবে নাইটদের একনিষ্ঠ ফ্যান উষা উত্থুপ হাজির ছিলেন গ্যালারিতে নিজস্ব স্টাইলে ৷ Photo Courtesy: IPL/BCCI
11/ 14
তবে ক্রিস লিন যে ধীরে ধীরে পিক আপ করছেন তা তাঁর এদিনের ৪২ বলে ৪৫ রানের ইনিংস দেখেই বোঝা গেল ৷ Photo Courtesy: IPL/BCCI
12/ 14
এদিকে উথাপ্পা ফের ব্যর্থ, নীতিশ রানাও ২১-য়েই প্যাক আপ হয়ে যান ,তবে অধিনায়ক দীনেশ কার্তিক ফের ধামাকা দেখান ৷ Photo Courtesy: IPL/BCCI
13/ 14
তবে ক্রিস লিন ও দীনেশ কার্তিক জুটিতে লুটি করেন ৷ নাইট অধিনায়ক ৩১ বলে ৪১ রান করেন ৷ Photo Courtesy: IPL/BCCI
14/ 14
শেষে একটু রাসেল টাচে ম্যাচ ৬ উইকেটে জিতে নেন ৷ লিগ টেবলের ৩ নম্বরে নাইটরা ৷ এককথায় মধুরেণ সমাপয়েৎ ৷ Photo Courtesy: IPL/BCCI
বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
পশ্চিমবঙ্গে এখন ভোটের উত্তাপ ৷ তবে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দারুণ পারফরম্যান্স করে ক্রিকেটীয় উত্তাপ বাড়ালেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ৷ Photo Courtesy: IPL/BCCI
বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
এদিন কলকাতার ‘ইডেন বেল’ বাজালেন প্রাক্তন অজি তারকা শ্যেন ওয়ার্ন ৷ বিখ্যাত এই তারকার হাতের স্পর্শে আরও বিশেষ হয়ে রইল এই বেল ৷ Photo Courtesy: IPL/BCCI
বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
এদিন টসে জিতে চিরাচরিত ঘরানা মেনে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷ দুরন্ত ফর্মে থাকা জস বাটলার একাই ম্যাচের সব রোশনাই ছিনিয়ে নেবেন ঢঙে শুরু করেন ৷ ২২ বলে ৩৯ এ রয়েছেন ৫ টি চার ও ২ টি ছয় ৷ Photo Courtesy: IPL/BCCI
বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
এরপর রাজস্থান শিবিরে শুধুই আয়ারাম-গয়ারামের কাহিনি ৷ নাইটদের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া কুলদীপ যাদবের শিকার ৪ জন রয়্যালস ক্রিকেটার ৷ Photo Courtesy: IPL/BCCI
বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
রান তাড়া করতে নেমেও ধামাকা শুরু করেন সুনীল নারিন ৷ বল হাতে ১ টি উইকেট পাওয়ার দুঃখ মেটাতে যেন ব্যাট দিয়ে রাজস্থান সংহারে নামেন তিনি ৷ মাত্র ৭ বলে ২টি চার ও ২ টি ছয় সহ তিনি করেন ২১ ৷ Photo Courtesy: IPL/BCCI
বাইশ গজে হিরো নাইটরা, গ্যালারিতে সমর্থকদের রঙিন মুখদের না দেখা ছবি এক নজরে
এদিনের ম্যাচে ইডেন গ্যালারির গ্ল্যামার বাড়তে হাজির ছিলেন না শাহরুখ খান বা জুহি চাওলা ৷ তবে নাইটদের একনিষ্ঠ ফ্যান উষা উত্থুপ হাজির ছিলেন গ্যালারিতে নিজস্ব স্টাইলে ৷ Photo Courtesy: IPL/BCCI