অনুষ্কার জন্মদিনে বিরাট সেলিব্রেশন ৷ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আরসিবি ৷ কেকেআর-এর কাছে হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বিরাট ব্রিগেড ৷ এই জয় শেষপর্যন্ত অক্সিজেন জোগাল আরসিবি শিবিরকে ৷ মঙ্গলবার তারা ম্যাচ জিতল ১৪ রানে ৷ ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই থামল ১৫৩-তে ৷ আরসিবি পেসারদের দাপটে চিন্নাস্বামীতে এই রানও তাড়া করতে ব্যর্থ নীতা আম্বানির দল ৷ এই ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে এখনও টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আট ম্যাচ খেলে কোহলিদের পয়েন্ট এখন ছয়। অন্য দিকে আট ম্যাচ খেলে মুম্বইয়ের সংগ্রহে ৪ পয়েন্টে। প্লে-অফে ওঠার রাস্তা ক্রমশই আরও কঠিন দেখাচ্ছে রোহিতদের। Photo Courtesy: IPL/BCCI