India vs South Africa: ফাইনালে বাদ বিরাট কোহলি? কে করবেন ওপেন! জানিয়ে দিলেন রোহিত শর্মা

Last Updated:
India vs South Africa T20 World Cup 2024 Final: টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলের সবথেকে বড় চিন্তার কারণ হল বিরাট কোহলির ফর্ম। ফাইনালে ভারতীয় দলের হয়ে কে ওপেন করবেন জানিয়ে দিলেন রোহিত শর্মা।
1/7
একে একে সব বাধা পেরিয়ে ৭ মাস পর ফের আরও এক বিশ্বকাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে ইংরেজদের বিরুদ্ধে বদলার বৃত্ত পূর্ণ করে এবার লক্ষ্য দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়। সামনে বাধা শুধু দক্ষিণ আফ্রিকা। ফাইনাল চ্যালেঞ্জ নিতে তৈরি টিম ইন্ডিয়া।
একে একে সব বাধা পেরিয়ে ৭ মাস পর ফের আরও এক বিশ্বকাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে ইংরেজদের বিরুদ্ধে বদলার বৃত্ত পূর্ণ করে এবার লক্ষ্য দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়। সামনে বাধা শুধু দক্ষিণ আফ্রিকা। ফাইনাল চ্যালেঞ্জ নিতে তৈরি টিম ইন্ডিয়া।
advertisement
2/7
কিন্তু টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলের সবথেকে বড় চিন্তার কারণ হল বিরাট কোহলির ফর্ম। গোটা বিশ্বকাপ কেটে গেলে নিজের চেনা ছন্দের ধারেকাছে নেই বিরাট কোহলি। যা ক্রমশ চাপা বাড়াচ্ছে।
কিন্তু টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলের সবথেকে বড় চিন্তার কারণ হল বিরাট কোহলির ফর্ম। গোটা বিশ্বকাপ কেটে গেলে নিজের চেনা ছন্দের ধারেকাছে নেই বিরাট কোহলি। যা ক্রমশ চাপা বাড়াচ্ছে।
advertisement
3/7
এমন নিরাশাজনক বিশ্বকাপ বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারে এর আগে কাটেনি। প্রতিযোগিতায় ৯ ম্যাচে বিরাট কোহলি মোট করেছেন ৭৫ রান। একটিও অর্ধশতরান নেই। সর্বোচ্চ স্কোর ৩৭। স্ট্রাইক রেট ১০০।
এমন নিরাশাজনক বিশ্বকাপ বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারে এর আগে কাটেনি। প্রতিযোগিতায় ৯ ম্যাচে বিরাট কোহলি মোট করেছেন ৭৫ রান। একটিও অর্ধশতরান নেই। সর্বোচ্চ স্কোর ৩৭। স্ট্রাইক রেট ১০০।
advertisement
4/7
ফলে বিরাট কোহলির ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। দল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ফাইনালে কি এরপরও বিরাট কোহলিকে খেলানো হবে? ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তুলছেন এই প্রশ্নও।
ফলে বিরাট কোহলির ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। দল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ফাইনালে কি এরপরও বিরাট কোহলিকে খেলানো হবে? ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তুলছেন এই প্রশ্নও।
advertisement
5/7
সেমিফাইনাল জয়ের পর বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন ভারত অধিনায়ক। পরিষ্কার জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেগা ফাইনালে কোহলিকে দল থেকে বাদ দেওয়া হবে কিনা।
সেমিফাইনাল জয়ের পর বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন ভারত অধিনায়ক। পরিষ্কার জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেগা ফাইনালে কোহলিকে দল থেকে বাদ দেওয়া হবে কিনা।
advertisement
6/7
রোহিত শর্মা বলেন,"বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ওই ওপেন করবে।"
রোহিত শর্মা বলেন,"বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ওই ওপেন করবে।"
advertisement
7/7
রোহিতের কথা থেকেই স্পষ্ট বিরাট কোহলির মক মহাতারকাকে কয়েকটা ম্যাচে ব্যাটে রান না থাকা নিয়ে বিচার করার কোনও প্রশ্নই ওঠে না। বড় ম্যাচে যে কোহলির ব্যাট বারবার কথা বলেছে তাও স্মরণ করিয়ে দিয়েছেন রোহিত। ফলে কোহলিতে 'বিরাট' আস্থা রোহিতের।
রোহিতের কথা থেকেই স্পষ্ট বিরাট কোহলির মক মহাতারকাকে কয়েকটা ম্যাচে ব্যাটে রান না থাকা নিয়ে বিচার করার কোনও প্রশ্নই ওঠে না। বড় ম্যাচে যে কোহলির ব্যাট বারবার কথা বলেছে তাও স্মরণ করিয়ে দিয়েছেন রোহিত। ফলে কোহলিতে 'বিরাট' আস্থা রোহিতের।
advertisement
advertisement
advertisement