Gautam Gambhir- KKR Lobby: দায়িত্ব নিয়েই জনরোষের মুখে গম্ভীর, নিজের লোকদের নেবেন বলে পারফরমারদের নাম জাস্ট ছেঁটে ফেললেন!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir- KKR Lobby: নিজের পছন্দের লোক ঢোকাতে নিদারুণ লবিবাজ তোলপাড় হচ্ছে নেটদুনিয়া
advertisement
advertisement
তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সফরের জন্য যে দল ঘোষণা হয়েছে তা দেখে সকলের চক্ষু চড়কগাছ৷ ঘোষিত দলের জন্য এখন জোর সমালোচনা হচ্ছে। বিশেষ করে টিম ইন্ডিয়ার নতুন কোচ গম্ভীরকে টার্গেট করেছেন ফ্যানরা। তাঁদের সাফ দাবি কেকেআর দলের কিছু ক্রিকেটারকে জায়গা করে দেওয়ার জন্য গম্ভীর - ধোনির শিষ্যের নাম জাস্ট ছেঁটে ফেললেন৷
advertisement
ধোনির শিষ্য কে তা কাউকে বলে দেওয়ার অবাক লাগে না৷ আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়। জিম্বাবোয়ে সিরিজে ধারাবাহিকভাবে রান পেলেও কেন তাঁকে কেন দলে জায়গা দেওয় হয়নি তা নিয়ে বিসিসিআই নির্বাচকদের প্রশ্ন করছেন ফ্যানরা। অন্যদিকে, কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের ওয়ানডে দলে জায়গা পাওয়া এখন বড় প্রশ্নের মুখে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement