India vs Australia: বাথরুমে প্রেমিকের সঙ্গে ধরা পড়েছিলেন হাতেনাতে! টি-২০ বিশ্বকাপ জয়ী তারকার বউয়ের অজানা কাহিনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024 India vs Australia: খেলার মাঝে প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানা কৌতুহল কম নয়। কিন্তু টি-২০ বিশ্বকাপ জয়ী তারকার স্ত্রী-এর এই ঘটনা অনেকের কাছেই অজানা।
advertisement
খেলার মাঝে প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানা কৌতুহল কম নয়। টি-২০ বিশ্বকাপের মাঝে আপনাদের জীবনে ডেভিড ওয়ার্নারে স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারের জীবনের এমন একটি কঠিন সত্য যা একসময় ক্যান্ডিসের জীবন দুর্বিসহ করে তুলেছিল। যেই ভুল জীবনের চরম শিক্ষাটা দিয়ে গিয়েছিল ক্যান্ডিসকে। গোটা ঘটনা ডেইলি টেলিগ্রাফ ও দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ক্যান্ডিস ওয়ার্নার। দ্যা সান ও ডেইলি স্টারের প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
advertisement
ডেভিড ওয়ার্নারের পরিবার বর্তমানে খুব সুখী পরিবার। কিন্তু খুব কম লোকই জানে যে ওয়ার্নারের স্ত্রীর আরও একটি সম্পর্ক ছিল। সেই প্রেমিকের সঙ্গে বাথরুমে চরম ঘনিষ্ঠ অবস্থায় ধরাও পড়েছিলেন ওয়ার্নারের স্ত্রী। ছড়িয়ে পড়েছিল ভিডিও। যেই ঘটনা ক্যান্ডিস ওয়ার্নার নিজেই জানিয়ে স্বীকার করেছিলেন তার জীবনের চরম ভুলের কথা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ঘটনার কয়েক বছর ওয়ার্নারে সঙ্গে সম্পর্ক হয় ক্যান্ডিসের। ৪ এপ্রিল ২০১৫-তে, ক্যান্ডিস অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে বিয়ে করেছিলেন। ওয়ার্নারকে সব ঘটবা জানিয়েছিলেন ক্যান্ডিস। জীবন সঙ্গীর তাঁর ভুলের প্রতি অনুশোচনার প্রশংসা করেছিলেন ওয়ার্নার। সব ভুলে নিয়েছিলেন নতুন জীবন শুরু করা প্রতিজ্ঞা। তাদের জুটিকেও সকলেই পছন্দ করেন।
advertisement
সম্প্রতি, একটি রিয়েলিটি শোতেও এই ঘটনার কথা বলার সময়, ক্যান্ডিস ওয়ার্নার পুরোনো কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। এমনকি যখন ডেভিড ওয়ার্নার ২০১৮ সালে বল-ট্যাম্পারিং বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, তখনও ক্যান্ডিসকে অনেক খারাপ খারাপ কথাও শুনতে হয়েছিল বলেও জানিয়েছিলেন। তাকে খারাপ মা এবং খারাপ স্ত্রী বলা হত। সে এই সব ভুলে যেতে চায়।
advertisement