KKR Cheerleader: কেকেআর চিয়ারলিডার থাকার সময় কত টাকা স্যালারি পেতেন হাসিন জাহান!

Last Updated:
How much salary Hasin Jahan get when she was a KKR cheerleader: কেকেআরের চিয়ারলিডার হলেও সেই সময়ও যথেষ্ট নামডাক ছিল হাসিন জাহানের। চিয়ারলিডার থাকাকালীন কত টাকা রোজগার ছিল হাসিন জাহানের তা কিন্তু অনেকের কাছেই অজানা।
1/8
একদিনের বিশ্বকাপ চলাকালীন যখন একদিকে বল হাতে ভারতীয় দলের হয়ে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে ফের শিরোনামে উঠে আসেন হাসিন জাহান।
একদিনের বিশ্বকাপ চলাকালীন যখন একদিকে বল হাতে ভারতীয় দলের হয়ে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে ফের শিরোনামে উঠে আসেন হাসিন জাহান।
advertisement
2/8
নিজের ইনস্টা রিলস বা পোস্টে নানা রকমের বার্তা দেওয়ার চেষ্টা করতেন হাসিন জাহান। মহম্মদ শামির নামে সরাসরি কিছু না বললেও সেই সকল পোস্টের ইঙ্গিত ভারতীয় পেসারের দিকেই বলে মনে করে অনেকে।
নিজের ইনস্টা রিলস বা পোস্টে নানা রকমের বার্তা দেওয়ার চেষ্টা করতেন হাসিন জাহান। মহম্মদ শামির নামে সরাসরি কিছু না বললেও সেই সকল পোস্টের ইঙ্গিত ভারতীয় পেসারের দিকেই বলে মনে করে অনেকে।
advertisement
3/8
আমরা সকলেই জানি কেকেআরের চিয়ারলিডার থাকাকালীন হাসিনের সঙ্গে আলাপ হয় শামির। সেখান থেকেই প্রেম। ২০১৪ সালে শামি ও হাসিন বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও হয়।
আমরা সকলেই জানি কেকেআরের চিয়ারলিডার থাকাকালীন হাসিনের সঙ্গে আলাপ হয় শামির। সেখান থেকেই প্রেম। ২০১৪ সালে শামি ও হাসিন বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও হয়।
advertisement
4/8
কিন্তু বিয়ে ৪ বছরের মধ্যেই শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব হন হাসিন। সম্পর্ক ভেঙে যায় তাদের। আগালত পর্যন্ত গড়ায় ঘটনা। বর্তমানে দুজনেই আলাদা থাকেন। সম্প্রতি আদালত শামিকে ৫০ হাজার টাকা করে প্রতি মাসে হাসিবকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কিন্তু বিয়ে ৪ বছরের মধ্যেই শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব হন হাসিন। সম্পর্ক ভেঙে যায় তাদের। আগালত পর্যন্ত গড়ায় ঘটনা। বর্তমানে দুজনেই আলাদা থাকেন। সম্প্রতি আদালত শামিকে ৫০ হাজার টাকা করে প্রতি মাসে হাসিবকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
advertisement
5/8
ব্যক্তিগত জীবন ও সমস্যার বাইরে খুবই প্রাণবন্ত হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি। নিজের ঘনঘন রিল ও ছবি শেয়া করে থাকেন। তাঁর ফ্যান ফলোয়ার্সও প্রচুর। তাই হাসিনের ব্যক্তিগত নান বিষয় নিয়ে ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়।
ব্যক্তিগত জীবন ও সমস্যার বাইরে খুবই প্রাণবন্ত হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি। নিজের ঘনঘন রিল ও ছবি শেয়া করে থাকেন। তাঁর ফ্যান ফলোয়ার্সও প্রচুর। তাই হাসিনের ব্যক্তিগত নান বিষয় নিয়ে ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়।
advertisement
6/8
কেকেআরের চিয়ারলিডার হলেও সেই সময়ও যথেষ্ট নামডাক ছিল হাসিন জাহানের। চিয়ারলিডার থাকাকালীন কত টাকা রোজগার ছিল হাসিন জাহানের তা কিন্তু অনেকের কাছেই অজানা। সেটাই জানাব আপনাদের।
কেকেআরের চিয়ারলিডার হলেও সেই সময়ও যথেষ্ট নামডাক ছিল হাসিন জাহানের। চিয়ারলিডার থাকাকালীন কত টাকা রোজগার ছিল হাসিন জাহানের তা কিন্তু অনেকের কাছেই অজানা। সেটাই জানাব আপনাদের।
advertisement
7/8
সুত্রের খবর অনুযায়ী আইপিএলের প্রতিটি দলের চিয়ারলিডারদের স্যালারি আলাদ হয়ে থাকে। তবে তা সাধারণত ১৪ থেকে ১৭ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে। এছাড়া সূত্রের খবর, চিয়ার লিডাররা প্রতি ম্যাচ পিছু ৪ থেকে ৬ হাজার টাকা ইনসেনটিভ পেয়ে থাকে।  (প্রতীকী ছবি)
সুত্রের খবর অনুযায়ী আইপিএলের প্রতিটি দলের চিয়ারলিডারদের স্যালারি আলাদ হয়ে থাকে। তবে তা সাধারণত ১৪ থেকে ১৭ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে। এছাড়া সূত্রের খবর, চিয়ার লিডাররা প্রতি ম্যাচ পিছু ৪ থেকে ৬ হাজার টাকা ইনসেনটিভ পেয়ে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
8/8
এছাড়া যেই দল জিতেবে সেই দলের চিয়ারলিডাররা ৩ হাজার টাকা বোনাস, এছাড়া পার্টিতে পারফরম্যান্সের জন্য় ৫ থেকে ১২ হাজার টাকা, ফটোশুটের জন্য আলাদা ৩ থেকে ৫ হাজার টাকা পেয়ে থাকে চিয়ারলিডাররা। ফলে সব মিলিয়ে হাসিন জাহানেরও খারাপ রোজগার ছিল না তা অনুমান করাই যায়। তবে নিজে কিছু বলেননি হাসিন। (প্রতীকী ছবি)
এছাড়া যেই দল জিতেবে সেই দলের চিয়ারলিডাররা ৩ হাজার টাকা বোনাস, এছাড়া পার্টিতে পারফরম্যান্সের জন্য় ৫ থেকে ১২ হাজার টাকা, ফটোশুটের জন্য আলাদা ৩ থেকে ৫ হাজার টাকা পেয়ে থাকে চিয়ারলিডাররা। ফলে সব মিলিয়ে হাসিন জাহানেরও খারাপ রোজগার ছিল না তা অনুমান করাই যায়। তবে নিজে কিছু বলেননি হাসিন। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement