অ্যাডিলেডে প্রথম টেস্ট ভারত জিতে বেশ চনমনে ৷ তবে পারথের পিচ ফের একবার নিজের চেনা চরিত্র নিয়েই হাজির হয়েছে ৷ জীবন্ত ও গতির মিশেল দেখা যাচ্ছে এবারেও ৷ Photo- AFP
2/ 4
তবে সবুজ পিচ দেখে মোটেই ভীত বা ত্রস্ত হওয়া তো দূরের কথা বিরাট রীতিমতো উচ্ছ্বসিত ৷ Photo- AFP
3/ 4
বিরাট কোহলি জানিয়েছেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহের মতো যাঁদের প্রথম সারির পেসার আছে এই পিচে তাদের ভয়ের কোনও কারণ নেই ৷ পাশাপাশি বিরাট আরও যোগ করেছেন প্রতিটি বোলারই দারুণ ফর্মে রয়েছেন ৷ Photo Courtesy - BCCI/ Twitter
4/ 4
WACA-র কিউরেটর ব্রেট সিপথর্পে জানিয়েছেন ভারতের জন্য বাউন্সি , গতিশীল পিচ সাদর অভ্যর্থনা করবেন ৷ সবুজ পিচ এতটাই সবুজ যে মাঠের সঙ্গে প্রায় আলাদা করাই দায় ৷ Photo Courtesy - BCCI/ Twitter