Hardik Pandya Marriage: এবার হিন্দু মতে বিয়ে করলেন হার্দিক-নতাসা, দেখুন ওয়েডিং অ্যালবাম

Last Updated:
Hardik Pandya Marriage: ২০২০ সালে নতাসা স্তানোকোভিচকে আইনি মতে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। ৩ বছর পর ১৪ ফেব্রুয়ারি ছেলে সহ ফের নতাসাকে সামাজিকভাবে বিয়ে করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। ২ দিনের ব্যবধানে হিন্দু মতে বিয়ে করলেন হার্দিক-নতাসা।
1/8
২০২০ সালে আইনি মতে নতাসা স্তানোকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। সামাজিক বিয়ে েসই সময় হয়নি। গত ১৪ েফব্রুয়ারি ছেলে কোলে নিয়ে ফের নতাসাকে বিয়ে করেন হার্দিক।
২০২০ সালে আইনি মতে নতাসা স্তানোকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। সামাজিক বিয়ে েসই সময় হয়নি। গত ১৪ েফব্রুয়ারি ছেলে কোলে নিয়ে ফের নতাসাকে বিয়ে করেন হার্দিক।
advertisement
2/8
নতাসা যেহেতু খ্রীষ্টার্ন তাই ১৪ ফেব্রুয়ারি নতাসাকে খ্রীষ্টান মতে বিয়ে করেছিলেন হার্দিক। সেই বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন হার্দিক।
নতাসা যেহেতু খ্রীষ্টার্ন তাই ১৪ ফেব্রুয়ারি নতাসাকে খ্রীষ্টান মতে বিয়ে করেছিলেন হার্দিক। সেই বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন হার্দিক।
advertisement
3/8
২ দিন যেতে না যেতেই বৃহস্পতিবার ফের একবার বিয়ে করলেন হার্দিক। এবার নতাসাকে হিন্দু মতে বিয়ে করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। মালা বদল থেকে সিঁদুর দান, হল সবকিছুই।
২ দিন যেতে না যেতেই বৃহস্পতিবার ফের একবার বিয়ে করলেন হার্দিক। এবার নতাসাকে হিন্দু মতে বিয়ে করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। মালা বদল থেকে সিঁদুর দান, হল সবকিছুই।
advertisement
4/8
হার্দিক পন্ডিয়া সুন্দর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শোর করেছেন হার্দিক। শেরওয়ানিতে হার্দিক ও শাড়িতে অপরূপ দেখিয়েছে এই জুটিকে। মালা বদলের সময় হার্দিক ও নতাসাকে মজা করতে দেখা যায়।
হার্দিক পন্ডিয়া সুন্দর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শোর করেছেন হার্দিক। শেরওয়ানিতে হার্দিক ও শাড়িতে অপরূপ দেখিয়েছে এই জুটিকে। মালা বদলের সময় হার্দিক ও নতাসাকে মজা করতে দেখা যায়।
advertisement
5/8
মালা বদলের পর হিন্দু রীতি মেনে অগ্নিকুণ্ডের সামনে সাত পাঁকে বাধা পড়েন হার্দিক পান্ডিয়া ও নতাসা স্তানোকোভিচ। হাতে হাত রেখে সাত জন্মের বন্ধবে আবদ্ধ হন দুজনে।
মালা বদলের পর হিন্দু রীতি মেনে অগ্নিকুণ্ডের সামনে সাত পাঁকে বাধা পড়েন হার্দিক পান্ডিয়া ও নতাসা স্তানোকোভিচ। হাতে হাত রেখে সাত জন্মের বন্ধবে আবদ্ধ হন দুজনে।
advertisement
6/8
এরপর সেই বহু প্রতীক্ষিত সিঁদুর দানের রীতি। নতাসাকে সিঁদুর পরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। বিশেষ মুহূর্ত দুজনকেই খুব মিষ্টি দেখিয়েছে।
এরপর সেই বহু প্রতীক্ষিত সিঁদুর দানের রীতি। নতাসাকে সিঁদুর পরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। বিশেষ মুহূর্ত দুজনকেই খুব মিষ্টি দেখিয়েছে।
advertisement
7/8
এরপর খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ফটো শুট করেন হার্দিক ও নতাসা। রোমান্টিক মুডে ধরা দেন দুজনে। সেই সময় উপর থেকে পুষ্প বৃষ্টি করা হয়।
এরপর খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ফটো শুট করেন হার্দিক ও নতাসা। রোমান্টিক মুডে ধরা দেন দুজনে। সেই সময় উপর থেকে পুষ্প বৃষ্টি করা হয়।
advertisement
8/8
হিন্দু মতে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে হার্দিক পান্ডিয়া লিখেছেন "এখন এবং সারাজীবন"। হার্দিক ও নতাসাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ফ্যানেরা।
হিন্দু মতে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে হার্দিক পান্ডিয়া লিখেছেন "এখন এবং সারাজীবন"। হার্দিক ও নতাসাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ফ্যানেরা।
advertisement
advertisement
advertisement