সুযোগ পেলে কী করতে পারেন, দেখিয়ে দিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। সানরাইজার্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেন। ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেললেন বাংলার ঋদ্ধিমান। গুজরাট টাইটানসের হয়ে এর আগে ২টি ম্যাচে খেলেছিলেন ঋদ্ধিমান সাহা। রান করেছিলেন ৩৬। চারটি ক্যাচ ধরেছিলেন। এদিন আরেক ওপেনার শুভমান গিল এবং গুজরাটের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া কম রানে আউট হওয়ার পরও ঋদ্ধি ইনিংস টানতে থাকেন। গুজরাট টাইটান্সের ওপেনার হিসেবে এখন ভরসার মুখ হয়ে উঠেছেন ঋদ্ধি। এখন দেখার, গুজরাটের টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়মিত খেলার সুযোগ দেয় কি না!