এক সপ্তাহের মধ্যে তিনবার খুনের হুমকি পেলেন তিনি। ব্য়াপারটা কিন্তু আর মোটেও হালকাভাবে নেওয়ার জায়গায় নেই। আর সেটা দিল্লি পুলিশ আগেই বুঝেছিল। তাই গৌতম গম্ভীর প্রথমবার খুনের হুমকি পাওয়ার পরই তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। কিন্তু পর পর খুনের হুমকি পাওয়ায় এখন পুলিশ ব্যাপারটা নিয়ে গভীর তদন্তে নেমেছে।