1/ 5


খুব তাড়াতাড়িই বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব ৷ দুই চির প্রতিদ্বন্দ্বী কিংবদন্তী এবার মুখোমুখির বদলে পাশাপাশি ৷ খেলতে চলেছেন একই টিমে একই সঙ্গে পাশাপাশি ৷
2/ 5


বার্সেলোনা এর আগে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ৷ রিয়াল মাদ্রিদ যা পারেনি, তা করে দেখাতে চলেছে প্রাক্তন ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম স্বয়ং ৷ তার সৌজন্যেই একই টিমের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে মেসি-রোনাল্ডোকে ৷
3/ 5


আগামী মরশুম থেকে মেজর সকার লিগে খেলতে চলেছে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামি ৷ নতুন দলে বেকস নিয়ে আসতে চান বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তী খেলোয়াড়কে ৷
4/ 5


কেরিয়ারের সূর্য অস্তাচলে বসার আগেই তারকা ফুটবলাররা MLS অর্থাত্ মেজর লিগ সকারে নাম লেখাচ্ছেন ৷ ৩৫ বছরে পা দেওয়া রোনাল্ডোকে জুভেন্টাস থেকে ভাঙিয়ে ইন্টার মিয়ামিতে আনা কঠিন নয় ৷