ইংলিশ গায়ক এড শেরেন যেন বিশ্বাসই করতে পারছিলেন না এমন মুহূর্ত! তাঁঁর পাশে দাঁড়িয়ে ডেভিড বেকহ্য়াম।
2/ 5
থ্রি-পিস শুটে গ্যালারি আলো করে রাখলেন বেকহ্যাম। আর তাঁর পাশে হাজির রাজকুমার উইলিয়াম, কেট মিডলটন ও তাঁদের সাত বছরের ছেলে প্রিন্স জর্জ। সবাই মিলে এদিন হাজির ইংল্যান্ডকে সমর্থন জোগানোর জন্য।
3/ 5
ইংলিশ মিডিয়া মজা করে লিখল, হ্যারি কেনের দলের জন্য এদিন চিয়ারলিডার হয়ে হাজির হয়েছিলেন খোদ কেট।
4/ 5
জার্মানিকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইংল্যান্ড। এমন ঐতিহাসিক মুহূর্ত তাড়িয়ে উপভোগ করলেন বেকহ্যাম।
5/ 5
১৯৬৬ সালে শেষবার জার্মানিকে হারিয়ে বিশ্বজয় করেছিল ইংল্যান্ড। তার পর বড় টুর্নামেন্টে চারবার জার্মানির কাছে হেরেছিল থ্রি লায়ন্সরা। তবে এদিন নতুন ইতিহাস তৈরি হয়। আর সেই মুহূর্তে মাঠে থাকলেন বেকহ্যাম।
থ্রি-পিস শুটে গ্যালারি আলো করে রাখলেন বেকহ্যাম। আর তাঁর পাশে হাজির রাজকুমার উইলিয়াম, কেট মিডলটন ও তাঁদের সাত বছরের ছেলে প্রিন্স জর্জ। সবাই মিলে এদিন হাজির ইংল্যান্ডকে সমর্থন জোগানোর জন্য।
১৯৬৬ সালে শেষবার জার্মানিকে হারিয়ে বিশ্বজয় করেছিল ইংল্যান্ড। তার পর বড় টুর্নামেন্টে চারবার জার্মানির কাছে হেরেছিল থ্রি লায়ন্সরা। তবে এদিন নতুন ইতিহাস তৈরি হয়। আর সেই মুহূর্তে মাঠে থাকলেন বেকহ্যাম।