South 24 Parganas News: অবাক কাণ্ড! স্থানীয় মিনি ফুটবল প্রতিযোগিতায় সোনার ট্রফি পুরস্কার, সঙ্গে লক্ষাধিক টাকা

Last Updated:
South 24 Parganas News: প্রতি বছর রবার বল খেলার আয়োজন করে হাসিমপুর কল্যান সংঘ।জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের হাসিমপুর কল্যান সংঘের উদোগে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫৫ তম বর্ষের রবার বল প্রতিযোগিতা।
1/6
জয়নগরের দু দিন ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। যার প্রথম পুরস্কার এক লক্ষ একাত্তর হাজার টাকা ও স্বর্ণ ট্রফি মুলত খেলাধূলার প্রতি বর্তমান সময়ে ছেলে মেয়েরা আগ্রহ হারাচ্ছে। আর সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল, ফেসবুক, রিলস,গেম।
জয়নগরের দু দিন ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। যার প্রথম পুরস্কার এক লক্ষ একাত্তর হাজার টাকা ও স্বর্ণ ট্রফি মুলত খেলাধূলার প্রতি বর্তমান সময়ে ছেলে মেয়েরা আগ্রহ হারাচ্ছে। আর সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল, ফেসবুক, রিলস,গেম।
advertisement
2/6
তবু ও সরকারের পাশাপাশি চেষ্টা করে চলেছে একাধিক ক্রীড়া সংগঠন।সারা বছর ধরে একাধিক সমাজসেবা মূলক কাজের পাশাপাশি প্রতি বছর রবার বল খেলার আয়োজন করে হাসিমপুর কল্যান সংঘ।জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের হাসিমপুর কল্যান সংঘের উদোগে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫৫ তম বর্ষের রবার বল প্রতিযোগিতা।
তবু ও সরকারের পাশাপাশি চেষ্টা করে চলেছে একাধিক ক্রীড়া সংগঠন।সারা বছর ধরে একাধিক সমাজসেবা মূলক কাজের পাশাপাশি প্রতি বছর রবার বল খেলার আয়োজন করে হাসিমপুর কল্যান সংঘ।জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের হাসিমপুর কল্যান সংঘের উদোগে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫৫ তম বর্ষের রবার বল প্রতিযোগিতা।
advertisement
3/6
আতসবাজি ফাটিয়ে পায়রা উড়িয়ে রবার বলে শট মেরে এই খেলার উদ্বোধন করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ। হাসিমপুর কল্যাণ সংঘ ও দক্ষিন ২৪ পরগনা একাদশের মধ্যে প্রথম প্রীতিম্যাচ দিয়ে এই খেলার সূচনা হয়।
আতসবাজি ফাটিয়ে পায়রা উড়িয়ে রবার বলে শট মেরে এই খেলার উদ্বোধন করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ। হাসিমপুর কল্যাণ সংঘ ও দক্ষিন ২৪ পরগনা একাদশের মধ্যে প্রথম প্রীতিম্যাচ দিয়ে এই খেলার সূচনা হয়।
advertisement
4/6
দুদিন রাতের এই খেলায় মোট ৩২ দল এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া,উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন। দক্ষিন ২৪ পরগনার জেলার ‌সবচেয়ে বড় এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয় দাবি উদ্যোক্তাদের।
দুদিন রাতের এই খেলায় মোট ৩২ দল এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া,উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন। দক্ষিন ২৪ পরগনার জেলার ‌সবচেয়ে বড় এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয় দাবি উদ্যোক্তাদের।
advertisement
5/6
এই খেলা দেখতে শুধুু এই জেলা নয় অন্যান্য জেলা থেকেও ফুটবলপ্রেমী মানুষ এই খেলা উপভোগ করতে আসে বিভিন্ন এলাকা থেকে কয়েকহাজার দর্শক উপস্থিত হয়। এই খেলা কি ঘিরে এলাকায় জমজমাট মেলার আকার ধারণ করে।
এই খেলা দেখতে শুধুু এই জেলা নয় অন্যান্য জেলা থেকেও ফুটবলপ্রেমী মানুষ এই খেলা উপভোগ করতে আসে বিভিন্ন এলাকা থেকে কয়েকহাজার দর্শক উপস্থিত হয়। এই খেলা কি ঘিরে এলাকায় জমজমাট মেলার আকার ধারণ করে।
advertisement
6/6
এই খেলা প্রতিযোগিতার মূল উদ্যোক্তারা জানান, ভালো ও উন্নত মানের খেলা তুলে দিচ্ছি আমরা। আমাদের এই খেলাতে বিভিন্ন জেলা থেকে বাছাই করা টিম অংশ নিয়েছে ফাইনালে বিজয়ী দলের হাতে এক লক্ষ একাত্তর হাজার টাকা ও স্বর্ণ ট্রফি তুলে দেওয়া হয়।
এই খেলা প্রতিযোগিতার মূল উদ্যোক্তারা জানান, ভালো ও উন্নত মানের খেলা তুলে দিচ্ছি আমরা। আমাদের এই খেলাতে বিভিন্ন জেলা থেকে বাছাই করা টিম অংশ নিয়েছে ফাইনালে বিজয়ী দলের হাতে এক লক্ষ একাত্তর হাজার টাকা ও স্বর্ণ ট্রফি তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement