বিশ্বকাপে ইংল্যান্ড দলের তারকা ডিফেন্ডার এরিক ডায়ার সম্পর্কে রয়েছেন মডেল অ্যানা মডলারের সঙ্গে।
ইতিমধ্যেই তাদের এনগেজমেন্টও হয়ে গিয়েছ। অ্যানা মডলার নিজেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সেই কথা জানিয়েছেন।
শোনা যায় অ্যানা এর আগে ডেটিং করছিলেন প্রাক্তন আর্সেনান স্টার চিলির তারকা ফুটবলার অ্যালেক্সিস স্যঞ্চেজের সঙ্গে।
তবে তাদের সম্পর্ক ব্রেক আপের পর এরিক ডায়ারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অ্যানা। সম্পর্কের মাত্র ২ মাসের মধ্যেই বাগদান সারলেন দুজনে।
এরিক ডায়ারের বান্ধবী দেখতে খুবই সুন্দরী, হট অ্যান্ড সেক্সি। মডেলিং পেশায় তার যথেষ্ট খ্যাতি রয়েছে। নামী দামি সংস্থার সঙ্গে কাজ করেছেন।
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অ্যানা মডেলার। ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্টে ফলোয়ার্সের সংখ্যা ১ লক্ষ ১০ হাজারের বেশি।
নিজের হট অবতারে ছবিও শেয়ার করেন অ্যানা। বিশেষ করে বিকিনি পরিহিত একাধিক ছবি দেখা যায় তার অ্যাকাউন্টে। যা মুহূর্তে ঝড় তোলে নেট দুনিয়ায়।
জল্পনা বিশ্বকাপের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এরিক ও অ্যানা। বিশ্বকাপের সাফল্যের জন্য এরিক ডায়ারকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যানা।
...