নকল আইপিএল। ভাবছেন, সেটাও আবার হয় নাকি! হয়, হয়। গুজরাতে নকল আইপিএলের রমরমা দেখে পুলিশ থ।
2/ 6
গুজরাতের একটি প্রত্যন্ত গ্রামে রমরমিয়ে চলছিল আইপিএল। সেখানে ক্রিকেটার, আম্পায়ার থেকে শুরু করে ধারাভাষ্যকার পর্যন্ত সব ভুয়া।
3/ 6
গুজরাতের মেহসানা জেলার মোলিপুর গ্রামে নকল আইপিএল দেখে পুলিশের চোখ ছানাবড়া। এই টুর্নামেন্টেরও নাম দেওয়া হয়েছিল ‘ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ’।
4/ 6
সব থেকে অবাক করা ব্যাপার, এই নকল আইপিএলে রাশিয়ার বিভিন্ন শহর থেকে টাকা আসছিল। রাশিয়ার ভিয়ের, ভোরোনেঝ, মস্কোর মতো শহরগুলি থেকেও টাকা আসছিল বলে খবর।
5/ 6
নকল আইপিএলের আয়োজক শোয়েব দাবদা কয়েক মাস রাশিয়ার পানশালায় কাজ করতেন। তিনি বুঝতে পেরেছিলেন, কীভাবে সেখানে বিভিন্ন ক্রিকেট লিগে টাকা লাগানো হয়! তার পর ভারতে ফিরে প্রত্যন্ত গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে রাশিয়ার জুয়াড়িদের থেকে টাকা তুলতে থাকে।
6/ 6
পাঁচটি উচ্চমানের ক্যামেরা ভাড়া করে ইউ টিউব চ্যানেলে ম্যাচ দেখানো হত। ওয়াকি টকির মাধ্যমে আম্পায়ারকে নির্দেশ দেওয়া হত, যাতে তিনি পরের বলে চার বা ছক্কা দেন। ব্যাপারটাকে পুরো আসল আইপিএলের মতো করে রাশিয়ার জুয়াড়িদের সামনে তুলে ধরা হত।