ডেভিড মিলার। আইপিএল ২০২২-এর কোয়ালিফায়ার-১-এর পর এখন তাঁর নাম মুখে মুখে। গুজরাট টাইটানসকে ফাইনালে তুলেছেন তিনি। মিলার এদিন রাজস্থানের বিরুদ্ধে ২০ তম ওভারের প্রথম ৩ বলে প্রসিদ্ধ কৃষ্ণাকে টানা ৩টি ছক্কা হাঁকান।
2/ 6
জিততে হলে শেষ ওভারে ১৬ রান করতে হত গুজরাটকে। কিলার মিলার এমন জড় তুললেন যে তিন বলে খেলা শেষ হয়ে যায়। অথচ এই মিলারকে দলে পেতে কেউ তেমন উত্সাহ দেখায়নি।
3/ 6
আইপিএল ২০২২-এ মিলারের স্ট্রাইক রেট ১৪৪। এখনও পর্যন্ত ১৫টি ইনিংসে ৪৪৯ রান করেছেন তিনি।
4/ 6
২০২২ আইপিএল নিলামের প্রথম রাউন্ডে মিলারের জন্য দর হাঁকায়নি কোনও দল। পরে পঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ককে তিন কোটি টাকায় দলে নেয় গুজরাট টাইটান্স।
5/ 6
৩২ বছরের ডেভিড মিলারের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৫ বলে সেঞ্চুরি রয়েছে। আট হাজারের উপর রান রয়েছে তাঁর নামের পাশে।
6/ 6
২০১৪ সালে সর্বাধিক ৪৪৬ রান করেছিলেন মিলার। এবার সেই রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার। চলতি মরশুমে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।