ক্রিকেটার কেএল রাহুল এবং আথিয়া শেট্টি তাঁদের সম্পর্কের জন্য সবসময়ই শিরোনামে থাকেন। চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে পারেন এই জুটি। আথিয়া এবং ক্রিকেটার কেএল রাহুল গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন।
2/ 6
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেএল রাহুল এবং আথিয়া শেঠির বিয়ে দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী সম্পূর্ণ ধুমধাম করে সম্পন্ন হবে। বিয়ের প্রস্তুতি শুরু করেছেন সুনীল শেঠি ও তাঁর স্ত্রী মানা শেঠি।
3/ 6
কমন ফ্রেন্ডের মাধ্যমে দেখা হয়েছিল কেএল রাহুল ও আথিয়া শেঠির। দুজনের ঘনিষ্ঠতা বাড়ে ক্রমে। এর পর আথিয়া শেঠি এবং কেএল রাহুল তাদের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছা জানান। সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে তার পর থেকেই।
4/ 6
কেএল এবং আথিয়া শেট্টি প্রথম থেকেই তাদের সম্পর্ককে মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছিলেন। সুনীল শেট্টি তাঁদের এমনটা করতে সহায়তা করেছিলেন। সুনীল শেট্টি শুরু থেকেই মিডিয়ার সঙ্গে কথা বলে তাদের দুজনের সম্পর্কের কথা উড়িয়ে দিয়েছেন।
5/ 6
গত বছর ইংল্যান্ড সিরিজের আগে কেএল রাহুল বোর্ডের কাছে আথিয়া শেট্টির নাম সফরসঙ্গী হিসেবে দিয়েছিলেন। সেই সময়ও সুনীল শেট্টি দুজনের সম্পর্কের কথা প্রকাশ করেননি।
6/ 6
এর আগে আহান শেট্টির বলিউডে প্রথম সিনেমা তড়প-এর স্ক্রিনিং-এ আথিয়া ও রাহুলকে একসঙ্গে দেখা গিয়েছিল।