Mohammed Shami: মহম্মদ শামি ফিরছেন মাঠে! ভারতীয় দলের জার্সিতে নয়! এবার খেলবেন 'এই' দলের হয়ে
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
মাঝে ছিল দীর্ঘ বিরতি। ফের বাংলার হয়ে বাইশ গজে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামিকে। আসন্ন ঘরোয়া মরসুমে ৩১ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছে সিএবি তাতেই নাম রয়েছে বাংলার এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের। এছাড়াও এই দলে রয়েছে আরও বেশ কয়েকজন তারকার নাম। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে সিএবি। ছবি- ফেসবুক
মাঝে ছিল দীর্ঘ বিরতি। ফের বাংলার হয়ে বাইশ গজে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামিকে। আসন্ন ঘরোয়া মরসুমে ৩১ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছে সিএবি তাতেই নাম রয়েছে বাংলার এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের। এছাড়াও এই দলে রয়েছে আরও বেশ কয়েকজন তারকার নাম। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে সিএবি। ছবি- ফেসবুক
advertisement
ত্রিপুরার হয়ে গত ২টি মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যায় এই অভিজ্ঞ কিপারকে। দীর্ঘদিন পর আবার বাংলার হয়ে খেলতে নামবেন তিনি। কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে ঋদ্ধিমান জানিয়েছিলেন, বাংলার হয়ে তিনি তিন ফরম্যাটেই মাঠে নামতে প্রস্তুত। প্রাথমিক দলে ঋদ্ধি থাকলেও আলাদা করে তাঁকে দলের উইকেট কিপার হিসাবে চিহ্নিত করা হয়নি। মনে করা হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং ঋদ্ধিমান নিজেও চাইছেন তরুণ অভিষেক পোড়েল উইকেটকিপিং করুন।ছবি- এএনআই।
advertisement
advertisement
গত বছর বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছে পেস তারকা মহম্মদ শামি। গোড়ালির অস্ত্রোপচারের পর চোট সারিয়ে তিনি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নেটে ইতিমধ্যেই বোলিং প্র্যাকটিস শুরু করে দিয়েছেন তিনি। জাতীয় দলে ফেরার আগে তিনি বাংলার ঘরোয়া বাইশ গজে নিজের বোলিংয়ে শান দিতে চান। এছাড়াও প্রাথমিক দলে রয়েছেন শামির ভাই মহম্মদ কাইফও। ছবি- আইসিসি এক্স।
advertisement