ভারতীয় ব্যাটেই ভাঙবে তাঁর ৪০০ রানের বিশ্বরেকর্ড, নাম জানিয়ে দিলেন ব্রায়ান লারা

Last Updated:
Brian Lara Said Yashasvi Jaiswal Can Break my 400 Runs World Record: টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রেকর্ড ভাঙবে কোন ক্রিকেটার। এক ভারতীয় ব্যাটারের নাম জানিয়ে দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তী।
1/6
টেস্ট-ওডিআই-টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে। তবে টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে দুই দশক ধরে অক্ষত। তা হল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড।
টেস্ট-ওডিআই-টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে। তবে টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে দুই দশক ধরে অক্ষত। তা হল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড।
advertisement
2/6
২০ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লারা। এখনও সেই রেকর্ড অক্ষত থাকলেও কে ভাঙতে পারেন সেই ক্রিকেটারের নাম জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার।
২০ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লারা। এখনও সেই রেকর্ড অক্ষত থাকলেও কে ভাঙতে পারেন সেই ক্রিকেটারের নাম জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার।
advertisement
3/6
দুই দশক পেরিয়ে গেলেও ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও ক্রিকেট প্রেমিদের স্মৃতির মণিকোঠায় অমলিন হয়ে থেকে গিয়েছে। এবার লারা জানালেন এক ভারতীয় ক্রিকেটারই তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন।
দুই দশক পেরিয়ে গেলেও ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও ক্রিকেট প্রেমিদের স্মৃতির মণিকোঠায় অমলিন হয়ে থেকে গিয়েছে। এবার লারা জানালেন এক ভারতীয় ক্রিকেটারই তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন।
advertisement
4/6
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রায়ান লারা জানিয়ে যশস্বী জয়সওয়াল তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন। তিনি বলেছেন,"আমার নজিরের কাছাকাছি একমাত্র যাওয়ার সুযোগ পাবে যশস্বী। ওর সেই দক্ষতা রয়েছে। মাত্র ন’টি টেস্ট খেলেই দু’ট দ্বিশতরান করেছে।"
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রায়ান লারা জানিয়ে যশস্বী জয়সওয়াল তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন। তিনি বলেছেন,"আমার নজিরের কাছাকাছি একমাত্র যাওয়ার সুযোগ পাবে যশস্বী। ওর সেই দক্ষতা রয়েছে। মাত্র ন’টি টেস্ট খেলেই দু’ট দ্বিশতরান করেছে।"
advertisement
5/6
একইসঙ্গে যশস্বীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তরুণ ব্যাটারের শেখার ইচ্ছে তাকে অবাক করেছিল বলে জানিয়েছেন লারা। তিনি বলেছেন,"প্রথম দিন থেকেই ওর ব‌্যবহার এবং শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল।"
একইসঙ্গে যশস্বীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তরুণ ব্যাটারের শেখার ইচ্ছে তাকে অবাক করেছিল বলে জানিয়েছেন লারা। তিনি বলেছেন,"প্রথম দিন থেকেই ওর ব‌্যবহার এবং শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল।"
advertisement
6/6
এছাড়াও লারা বলেন,"গত বছর আইপিএলের সময় যশস্বীর সঙ্গে দেখা হয় আমার। ভোর চারটে পর্যন্ত আমার কাছে বিভিন্ন টিপস নিয়েছিল। কিন্তু কোনও ক্লান্তি ছিল না চোখেমুখে।" যশস্বীর ব্যাটিংয়েরও ভক্ত বলে জানিয়েছেন লারা।
এছাড়াও লারা বলেন,"গত বছর আইপিএলের সময় যশস্বীর সঙ্গে দেখা হয় আমার। ভোর চারটে পর্যন্ত আমার কাছে বিভিন্ন টিপস নিয়েছিল। কিন্তু কোনও ক্লান্তি ছিল না চোখেমুখে।" যশস্বীর ব্যাটিংয়েরও ভক্ত বলে জানিয়েছেন লারা।
advertisement
advertisement
advertisement