Cricketers Who Married Bollywood Actresses: ক্রিকেটারদের বিয়ে করে কেরিয়ার জলাঞ্জলি দিয়েছেন বলিউডের এই সুন্দরীরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bollywood Actresses Who married To Cricketers: ক্রিকেটারদের বিয়ে করে নিজেদের কেরিয়ার জলাঞ্জলি দিয়েছেন বলিউডের এই সুন্দরীরা।
বলিউডের সুন্দরী অভিনেত্রী তাঁরা। চাইলে কেরিয়ারে ফোকাস করতে পারতেন। তবে তাঁরা অনেকেই সংসারে মন দিয়েছেন। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। দেখে নেওয়া যাক, ক্রিকেটারদের বিয়ে করে বলিউডের কোন কোন সুন্দরীরা কেরিয়ার জলাঞ্জলি দিয়েছেন। প্রথমেই বলতে হবে, জাহির খান ও সাগরিকা ঘাটগের কথা। ভারতীয় দলের সফল ফাস্ট বোলার জহির খান ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। ওই বছর সাগরিকাকে দেখা যায় তার শেষ ছবি 'ইরাদা'-তে। এরপর অভিনয় কেরিয়ারকে বিদায় জানান তিনি। সাগরিকা একটা সময় শাহরুখ খানের সুপারহিট ছবি 'চক দে ইন্ডিয়া'তেও কাজ করেছেন।
advertisement
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিন ১৯৯৬ সালে প্রথম স্ত্রীকে তালাক দেন। এর পর বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে দ্বিতীয়বার নিকাহ্ করেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। সঙ্গীতা শেষবার অভিনয় করেছিলেন নির্ভয় ছবিতে। এরপর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। পরে ২০১০ সালে আজহার ও সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়।
advertisement
advertisement
advertisement