আইপিএলের মেগা নিলাম তাঁকে কোটিপতি করেছে। বাংলার তরুণ লেগস্পিনার প্রয়াস রায়বর্মন। আইপিএলে খেলবেন আইডল বিরাটের আরসিবিতে। মিলিয়ন ডলার লিগে নামার আগে নিতে চান দাদির টিপস। কোটিপতি হয়েও মাটিতে পা প্রয়াসের। আর ৫ জনের মতই অটো-বাসে পৌঁছলেন ইডেনে। কোটিপতি স্পিনারের ডে আউটের সঙ্গী নিউজ18 বাংলা ৷ ছবি: ঈরণ রায় বর্মন
advertisement
advertisement
তবে প্রয়াসের আইপিএলে নিলামে আসাটাও কম নাটকের নয়। এক প্রকার সিএবির জোরাজুরিতেই শেষদিনে রেজিস্ট্রেশন করে প্রয়াস। বাকিটা ইতিহাস। ছোটবেলায় যার ছবি স্কুলের ডায়েরি, আই কার্ডে থাকত। আইপিএলে তাঁর দলে। প্রথম একাদশে ঢোকাটা চাপের। যেখানে চাহালের মত স্পিনার রয়েছেন। তবু সুযোগ পেলে সেরাটা দিতে এখন থেকেই ফোকাসড প্রয়াস।
advertisement
৭ বছর বয়েসে ক্রিকেটে হাতেখড়ি। বল সবসময়ের সঙ্গী। বিরাটের পাশাপাশি শেন ওয়ার্নও আদর্শ। টাকা নিয়ে কী করবেন ? এখনও ভাবেননি প্রয়াস। তবে মাটিতে পা গ্রিজম্যান, ফেডেরার ভক্তের। অনূর্ধ্ব ১৯ বাংলা দলে সফল হতে চান প্রয়াস। পাশাপাশি বাংলার আরেক ক্রিকেটার ঈশান পোড়েলের উত্তরসূরি হয়ে দ্রাবিড়ের জুনিয়র ব্রিগেডে ঢোকাও লক্ষ্য কোটিপতি ক্রিকেটারের। এদিকে আইপিএলের সময় আবার উচ্চমাধ্যমিক। পরীক্ষাও মিস করতে চান না প্রয়াস।
advertisement
আইপিএলে সুযোগ এসেছে। তবে টার্গেট, টিম ইন্ডিয়ার সাদা জার্সি। প্রয়াস যে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন। তবে আইপিএলের পাশাপাশি পরীক্ষাও রয়েছে ৷ কোনটাকে বেশি গুরুত্ব দেবে প্রয়াস ? উত্তরে তিনি জানিয়েছেন, দু’টোই গুরুত্বপূর্ণ। ক্রিকেট জীবনের জন্য আইপিএল যে রকম জরুরি। সে রকমই পড়াশোনার জন্য বোর্ডের পরীক্ষাও। প্রত্যেক বছর আইপিএল খেলার সুযোগ নাও আসতে পারে ৷ তাই স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে এবিষয় প্রয়াস কথা বলবে বলে জানিয়েছে ৷