আইপিএলের বাকি ম্যাচগুলি দুবাইতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আর তার জন্যই দুবাইতে ম্যারাথন বৈঠক করছেন বিসিসিআই সভাপতি। তবে বৈঠকের মাঝে নিজের জন্যও সময় বের করেছেন মহারাজ। আর সেই সময়টাতে তিনি মজেছেন রেসিং কার-এ।
2/ 5
সৌরভ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে তাঁকে রেসিং-এর জন্য প্রস্তুতি নিতে দেখা গিয়েছে। এমন ছবি পোস্ট করে বিসিসিআই সভাপতিকে সমালোচনাও সহ্য করতে হয়েছে।
3/ 5
সৌরভ সেই ছবি পোস্ট করে লিখেছেন, তিনি রেসিং করেছেন। তার পর থেকেই তাঁকে নেটিজেনদের অনেকে ট্রোল করেছেন।
4/ 5
কিছুদিন আগেই হৃদপিন্ডে সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। তাঁর বুকে স্টেইন বসেছে। তাই অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে সাবধানে থাকার জন্য বলেছেন।
5/ 5
তবে কয়েকজন ইউজার নীতি পুলিশিও করেছেন। তাঁরা বলেছেন, অতিমারীর এই সময় সৌরভের এমন ছবি পোস্ট মোটেও বুদ্ধিমানের মতো কাজ নয়। বরং এই সময় তাঁর অনেক বেশি সতর্ক হয়ে ছবি পোস্ট করা উচিত ছিল।