পুত্রবধূ সেলিব্রেটি উপস্থাপক, স্বার্থের সংঘাতে অভিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি

Last Updated:
BCCI ethics officer served a conflict of interest notice to BCCI President Roger Binny. পুত্রবধূ সেলিব্রেটি উপস্থাপক, স্বার্থের সংঘাতে অভিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি
1/7
পুত্রবধূ একটি খেলার চ্যানেলে উপস্থাপক হিসাবে কর্মরত। সেই চ্যানেলটিই আবার ঘরের মাঠে ভারতের খেলা সম্প্রচার করে। প্রশ্ন তোলা হয়েছে, বিনি বোর্ড সভাপতি হওয়ার পরেও তাঁর পরিবারের এক সদস্য কী ভাবে সংশ্লিষ্ট চ্যানেলটিতে কাজ করছেন?
পুত্রবধূ একটি খেলার চ্যানেলে উপস্থাপক হিসাবে কর্মরত। সেই চ্যানেলটিই আবার ঘরের মাঠে ভারতের খেলা সম্প্রচার করে। প্রশ্ন তোলা হয়েছে, বিনি বোর্ড সভাপতি হওয়ার পরেও তাঁর পরিবারের এক সদস্য কী ভাবে সংশ্লিষ্ট চ্যানেলটিতে কাজ করছেন?
advertisement
2/7
মায়ান্টি ল্যাঙ্গার অবশ্য ক্রীড়া উপস্থাপক হিসেবে ভারতীয় দর্শকদের কাছে নতুন নয়। দীর্ঘদিন সঞ্চালনা করে আসছেন ক্রিকেট এবং ফুটবল
মায়ান্টি ল্যাঙ্গার অবশ্য ক্রীড়া উপস্থাপক হিসেবে ভারতীয় দর্শকদের কাছে নতুন নয়। দীর্ঘদিন সঞ্চালনা করে আসছেন ক্রিকেট এবং ফুটবল
advertisement
3/7
অতীতে মায়ান্টিকে বেশি দেখা যেত ভারতীয় ফুটবলের সম্প্রচারে। আই লিগ এবং আইএসএলে ও কাজ করেছেন আগে
অতীতে মায়ান্টিকে বেশি দেখা যেত ভারতীয় ফুটবলের সম্প্রচারে। আই লিগ এবং আইএসএলে ও কাজ করেছেন আগে
advertisement
4/7
মায়ান্টিকে চেনেন না এমন ভারতীয় ক্রীড়া প্রেমী এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না দেশে। তার লুকস, কথাবার্তা এবং স্টাইল পছন্দ করেন বহু মানুষ
মায়ান্টিকে চেনেন না এমন ভারতীয় ক্রীড়া প্রেমী এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না দেশে। তার লুকস, কথাবার্তা এবং স্টাইল পছন্দ করেন বহু মানুষ
advertisement
5/7
বিনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন সঞ্জীব গুপ্ত নামে এক ব্যক্তি। চিঠিতে সরণ লিখেছেন, ‘আপনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে এথিকস অফিসারের দফতরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আইনের ৩৯(২) ধারার ‘বি’ উপধারায় আপনাকে অভিযুক্ত করা হয়েছে
বিনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন সঞ্জীব গুপ্ত নামে এক ব্যক্তি। চিঠিতে সরণ লিখেছেন, ‘আপনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে এথিকস অফিসারের দফতরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আইনের ৩৯(২) ধারার ‘বি’ উপধারায় আপনাকে অভিযুক্ত করা হয়েছে
advertisement
6/7
এখন দেখার বিনি চিঠিতে কী উত্তর দেন, তার পুত্রবধূকে কাজ ছাড়তে হয় কিনা? নাকি বোর্ডের প্রভাব কাজে লাগিয়ে নিজেকে এবং পুত্রবধূকে বাঁচিয়ে নিতে পারেন রজার
এখন দেখার বিনি চিঠিতে কী উত্তর দেন, তার পুত্রবধূকে কাজ ছাড়তে হয় কিনা? নাকি বোর্ডের প্রভাব কাজে লাগিয়ে নিজেকে এবং পুত্রবধূকে বাঁচিয়ে নিতে পারেন রজার
advertisement
7/7
তবে যাকে নিয়ে প্রশ্ন উঠেছে সেই মায়ান্তির তরফ থেকে উত্তর আসেনি এখনও। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি
তবে যাকে নিয়ে প্রশ্ন উঠেছে সেই মায়ান্তির তরফ থেকে উত্তর আসেনি এখনও। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি
advertisement
advertisement
advertisement