আর্জেন্টিনার মেক্সিকো জয়ের রঙিন মুহূর্তের বিভিন্ন ছবি দেখুন! আবেগ সামলাতে পারবেন না

Last Updated:
Argentina football fans gone crazy after brilliant come back win in second half against Mexico. আর্জেন্টিনার মেক্সিকো জয়ের রঙিন মুহূর্তের বিভিন্ন ছবি দেখুন! আবেগ সামলাতে পারবেন না
1/10
প্রথমার্ধে মেক্সিকোর খেলার ধরন বুঝে নিয়ে দ্বিতীয়ার্ধে স্টাইল পাল্টায় আর্জেন্টিনা, তাতেই আসে সাফল্য। এভাবেই ডিফেন্ডারদের কাজ কঠিন করে দেন মেসি
প্রথমার্ধে মেক্সিকোর খেলার ধরন বুঝে নিয়ে দ্বিতীয়ার্ধে স্টাইল পাল্টায় আর্জেন্টিনা, তাতেই আসে সাফল্য। এভাবেই ডিফেন্ডারদের কাজ কঠিন করে দেন মেসি
advertisement
2/10
পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্ডেজ। বক্সের বাইরে থেকে চমৎকার বাঁক নিয়ে বল গোলে ঢুকে যায়
পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্ডেজ। বক্সের বাইরে থেকে চমৎকার বাঁক নিয়ে বল গোলে ঢুকে যায়
advertisement
3/10
২-০ এগিয়ে যাওয়ার পর ফার্নান্ডেজকে নিয়ে সেলিব্রেশন মেসির। বেনফিকা ক্লাবের এই তরুণ ফুটবলার মুগ্ধ করেছেন যতক্ষণ মাঠে ছিলেন
২-০ এগিয়ে যাওয়ার পর ফার্নান্ডেজকে নিয়ে সেলিব্রেশন মেসির। বেনফিকা ক্লাবের এই তরুণ ফুটবলার মুগ্ধ করেছেন যতক্ষণ মাঠে ছিলেন
advertisement
4/10
প্রতিটা বলের জন্য লড়াই করেছে মেক্সিকো, বিশেষ করে প্রথমার্ধে আর্জেন্টিনাকে খেলার ফাঁকা জায়গা দেয়নি তারা
প্রতিটা বলের জন্য লড়াই করেছে মেক্সিকো, বিশেষ করে প্রথমার্ধে আর্জেন্টিনাকে খেলার ফাঁকা জায়গা দেয়নি তারা
advertisement
5/10
মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া খেলার আগে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু শেষে মেক্সিকান প্রাচীর পরাজিত
মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া খেলার আগে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু শেষে মেক্সিকান প্রাচীর পরাজিত
advertisement
6/10
আর্জেন্টিনার দ্বিতীয় গোল জালে জড়িয়ে যাচ্ছে। চেষ্টা করেও আটকাতে পারলেন না ওচোয়া
আর্জেন্টিনার দ্বিতীয় গোল জালে জড়িয়ে যাচ্ছে। চেষ্টা করেও আটকাতে পারলেন না ওচোয়া
advertisement
7/10
আর্জেন্টিনার মাঝ মাঠে অসাধারণ ফুটবল খেলেছেন  রডড্রিগো ডে পল। দলের আক্রমণ এবং ডিফেন্সের মাঝে যোগসূত্র ছিলেন তিনি
আর্জেন্টিনার মাঝ মাঠে অসাধারণ ফুটবল খেলেছেন রডড্রিগো ডে পল। দলের আক্রমণ এবং ডিফেন্সের মাঝে যোগসূত্র ছিলেন তিনি
advertisement
8/10
গোল করা নয়, দলের প্রয়োজনে ডিফেন্স করতেও দেখা গেছে অধিনায়ক মেসিকে। দ্বিতীয়ার্ধে ফিরে পেয়েছিলেন নিজের সেরা ছন্দ
গোল করা নয়, দলের প্রয়োজনে ডিফেন্স করতেও দেখা গেছে অধিনায়ক মেসিকে। দ্বিতীয়ার্ধে ফিরে পেয়েছিলেন নিজের সেরা ছন্দ
advertisement
9/10
গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার মহিলা সমর্থকরাও। ম্যাচ জয়ের পর তারাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন
গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার মহিলা সমর্থকরাও। ম্যাচ জয়ের পর তারাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন
advertisement
10/10
আর্জেন্টিনা গোল করতেই সেলিব্রেশনে মেতে উঠলেন সমর্থকরা। সৌদির বিরুদ্ধে হেরে যাওয়ার পর অনেক অপমান সহ্য করতে হয়েছিল
আর্জেন্টিনা গোল করতেই সেলিব্রেশনে মেতে উঠলেন সমর্থকরা। সৌদির বিরুদ্ধে হেরে যাওয়ার পর অনেক অপমান সহ্য করতে হয়েছিল
advertisement
advertisement
advertisement