Anushka Sharma: দেখতে সাধারণ সাদা জামা, নীল জিন্স! অনুষ্কার এই পোশাকের এত দাম! শুনলে মাথা ঘুরবে

Last Updated:
Anushks Sharma- দেখতে সাদামাটা, তবে অনুষ্কা শর্মা যে সাদা জামা ও নীল জিন্স পরেছিলেন, সেগুলোর দাম শুনলে অবাক হয়ে যাবেন।
1/6
বিরাট কোহলি, আরসিবি এবং আইপিএল ট্রফি... মঙ্গলবারের দিনটা যেন এই তিনটির জন্যই লেখা ছিল। ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে "ই সালা কাপ নামদে" স্লোগানকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু "ই সালা কাপ নামদু"-তে রূপান্তরিত করে ফেলল। সোশ্যাল মিডিয়ায় আরসিবি ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। প্রত্যেকেই শুধু একটাই কামনা করছিলেন—এই বছর তো কাপ আসতেই হবে। আর অবশেষে সেই জয় আরসিবির হাতে ধরা দিল।
বিরাট কোহলি, আরসিবি এবং আইপিএল ট্রফি... মঙ্গলবারের দিনটা যেন এই তিনটির জন্যই লেখা ছিল। ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে "ই সালা কাপ নামদে" স্লোগানকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু "ই সালা কাপ নামদু"-তে রূপান্তরিত করে ফেলল। সোশ্যাল মিডিয়ায় আরসিবি ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। প্রত্যেকেই শুধু একটাই কামনা করছিলেন—এই বছর তো কাপ আসতেই হবে। আর অবশেষে সেই জয় আরসিবির হাতে ধরা দিল।
advertisement
2/6
যখনই বিরাট কোহলির জয় হয়, তখনই তার স্ত্রী অনুষ্কা শর্মার ছবি এবং এই জুটির আবেগঘন মুহূর্তগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচেও কিছুটা এমনই দৃশ্য দেখা গেল। অনুষ্কা শর্মা সেই দিন সাদা শার্ট ও ডেনিম জিন্সে একেবারে সাধারণ লুকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তবে তার লুক যতই সিম্পল হোক না কেন, আমাদের নজর গিয়েছিল এমন এক অ্যাক্সেসরির দিকে, যার দাম রীতিমতো চোখ কপালে তোলার মতো। আমরা বলছি অনুষ্কা শর্মার সেই বিলাসবহুল ঘড়ির কথা, যেটি একটি আন্তর্জাতিক নামী ব্র্যান্ডের। এই ঘড়িই তার সাধারণ লুককে আরও বেশি এলিগ্যান্ট ও ক্লাসি করে তুলেছিল।
যখনই বিরাট কোহলির জয় হয়, তখনই তার স্ত্রী অনুষ্কা শর্মার ছবি এবং এই জুটির আবেগঘন মুহূর্তগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচেও কিছুটা এমনই দৃশ্য দেখা গেল। অনুষ্কা শর্মা সেই দিন সাদা শার্ট ও ডেনিম জিন্সে একেবারে সাধারণ লুকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তবে তার লুক যতই সিম্পল হোক না কেন, আমাদের নজর গিয়েছিল এমন এক অ্যাক্সেসরির দিকে, যার দাম রীতিমতো চোখ কপালে তোলার মতো। আমরা বলছি অনুষ্কা শর্মার সেই বিলাসবহুল ঘড়ির কথা, যেটি একটি আন্তর্জাতিক নামী ব্র্যান্ডের। এই ঘড়িই তার সাধারণ লুককে আরও বেশি এলিগ্যান্ট ও ক্লাসি করে তুলেছিল।
advertisement
3/6
অনুষ্কা শর্মা এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। অনুষ্কা পরেছিলেন একটি সাদা শার্ট এবং পার্ল ডট ডেনিম প্যান্ট। তাঁর এই লুক ছিল ক্লাসিক ও একইসঙ্গে খুবই কুল।তিনি তাঁর এই মিনিমাল লুককে সম্পূর্ণ করেছিলেন নজরকাড়া অ্যাক্সেসরিজ দিয়ে। তবে যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল অনুষ্কার বিলাসবহুল ঘড়ি। তাঁর স্টাইল স্টেটমেন্ট আবারও প্রমাণ করে দিল, কীভাবে সাদামাটা সাজেও রাজকীয় লুক আনা যায়।
অনুষ্কা শর্মা এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। অনুষ্কা পরেছিলেন একটি সাদা শার্ট এবং পার্ল ডট ডেনিম প্যান্ট। তাঁর এই লুক ছিল ক্লাসিক ও একইসঙ্গে খুবই কুল।তিনি তাঁর এই মিনিমাল লুককে সম্পূর্ণ করেছিলেন নজরকাড়া অ্যাক্সেসরিজ দিয়ে। তবে যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল অনুষ্কার বিলাসবহুল ঘড়ি। তাঁর স্টাইল স্টেটমেন্ট আবারও প্রমাণ করে দিল, কীভাবে সাদামাটা সাজেও রাজকীয় লুক আনা যায়।
advertisement
4/6
অনুষ্কা পরেছিলেন Rolex Day-Date 40 ঘড়ি। এই ঘড়ির দাম সংস্থার সাইটে ₹47,96,000। এতে রয়েছে ওনিক্স ডায়াল,হিরে বসানো তাতে।
ফ্লুটেড বেজেল এবং  ক্লাসিক প্রেসিডেন্ট। ব্রেসলেট
অনুষ্কা পরেছিলেন Rolex Day-Date 40 ঘড়ি। এই ঘড়ির দাম সংস্থার সাইটে ₹47,96,000। এতে রয়েছে ওনিক্স ডায়াল,হিরে বসানো তাতে।ফ্লুটেড বেজেল এবং ক্লাসিক প্রেসিডেন্ট। ব্রেসলেট
advertisement
5/6
অনুষ্কাকে মাঠে দেখা গিয়েছিল একটি ক্লাসিক সাদা শার্ট পরে থাকতে। সেটি ছিল ওভারসাইজড। সেটির ড্রপ শোল্ডার ডিজাইন ছিল।
অনুষ্কাকে মাঠে দেখা গিয়েছিল একটি ক্লাসিক সাদা শার্ট পরে থাকতে। সেটি ছিল ওভারসাইজড। সেটির ড্রপ শোল্ডার ডিজাইন ছিল।
advertisement
6/6
অনুষ্কা শর্মা একটি সিম্পল কিন্তু স্টাইলিশ শার্ট ফ্রেঞ্চ-টাক স্টাইলে পরেছিলেন, যা Alexander Wang ব্র্যান্ডের এবং যার দাম প্রায় ₹48,432। তিনি এটি লাইট ব্লু ডেনিম প্যান্টের সঙ্গে পরেছিলেন, সেটি Sandro ব্র্যান্ডের, দাম $308 (প্রায় ₹25,700)। এই জিন্সের হাই-রাইজ ওয়েস্ট, ফ্লেয়ার্ড সিলুয়েট এবং মেঝে ছুঁয়ে যাওয়া দৈর্ঘ্য।
অনুষ্কা শর্মা একটি সিম্পল কিন্তু স্টাইলিশ শার্ট ফ্রেঞ্চ-টাক স্টাইলে পরেছিলেন, যা Alexander Wang ব্র্যান্ডের এবং যার দাম প্রায় ₹48,432। তিনি এটি লাইট ব্লু ডেনিম প্যান্টের সঙ্গে পরেছিলেন, সেটি Sandro ব্র্যান্ডের, দাম $308 (প্রায় ₹25,700)। এই জিন্সের হাই-রাইজ ওয়েস্ট, ফ্লেয়ার্ড সিলুয়েট এবং মেঝে ছুঁয়ে যাওয়া দৈর্ঘ্য।
advertisement
advertisement
advertisement