গত বছর ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়াম সাক্ষী থেকেছে ইতিহাসের। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসি ও আর্জেন্টিনার।
2/ 8
তিন যুগের অপেক্ষার পর বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আলবিসেলেস্তেদের। মেসির বিশ্বজয় কাতার, আর্জেন্টিনা থেকে উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
3/ 8
কাতারে বিশ্বজয়ের পর প্রায় ২ মাস হতে চলল। তারপর থেকে এখনও মাঠে নামেনি আর্জেন্টিনা। ৩টি স্টার ছাপা জার্সি পড়ে মেসিদের ম্যাচ দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।
4/ 8
সোশ্যাল মিডিয়ায় মেসির ৩টি স্টার ছাপা জার্সি প্রথমবার হাতে পাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ফুটবল জাদুকর সেই জার্সি গায়ে মাঠে দেখার তর সইছে না কারও।
5/ 8
এবার জানা গেল কবে মাঠ নামতে চলেছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের।
6/ 8
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২১ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেই খবর সামনে আসার পরই খুশি মেসি ও আর্জেন্টিনা ফ্যানেরা।
7/ 8
প্রীতি ম্যাচ দুটি প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে হওয়ার কথা ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি ম্যাচই বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ কে সেই বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি।
8/ 8
ফলে কোনও বিঘ্ন না ঘটলে আর কিছু দিনের অপেক্ষা। তারপরই নিজেদের দেশ আর্জেন্টিনাতেই নতুন জার্সি পরে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন মেসি ও তার দল।
Lionel Messi: ৩ স্টারের নতুন জার্সি পরে প্রথমবার কবে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, জানা গেল দিনক্ষণ
কাতারে বিশ্বজয়ের পর প্রায় ২ মাস হতে চলল। তারপর থেকে এখনও মাঠে নামেনি আর্জেন্টিনা। ৩টি স্টার ছাপা জার্সি পড়ে মেসিদের ম্যাচ দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।
Lionel Messi: ৩ স্টারের নতুন জার্সি পরে প্রথমবার কবে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, জানা গেল দিনক্ষণ
প্রীতি ম্যাচ দুটি প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে হওয়ার কথা ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি ম্যাচই বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ কে সেই বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি।