MS Dhoni Ambassador: বয়স ৪০-র কোঠা পেরিয়েছে, IPL ছাড়া ক্রিকেট খেলেন না, তাও বাজারদর চাঙ্গা মাহির, এল নতুন এনডর্সমেন্ট

Last Updated:
MS Dhoni Ambassador: এই বয়সেও একের পর এক ব্র্যান্ড তাঁর পিছনের ছুটছে আর তিনি হচ্ছেন মালামাল...
1/6
এখনও বাজার গরম  এমএস ধোনির৷ অভিজ্ঞ এই ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও শুধুমাত্র আইপিএলটাই খেলেন৷ কিন্তু তাতেও ব্র্যান্ডের বাজারে তাঁর চাহিদা তুঙ্গে৷  ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।
এখনও বাজার গরম  এমএস ধোনির৷ অভিজ্ঞ এই ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও শুধুমাত্র আইপিএলটাই খেলেন৷ কিন্তু তাতেও ব্র্যান্ডের বাজারে তাঁর চাহিদা তুঙ্গে৷  ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।
advertisement
2/6
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মহেন্দ্র সিং ধোনিকে তাঁরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিয়োগ করেছে৷ অতি সম্প্রতি তাঁরা এই মেগা ঘোষণা করেছে৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মহেন্দ্র সিং ধোনিকে তাঁরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিয়োগ করেছে৷ অতি সম্প্রতি তাঁরা এই মেগা ঘোষণা করেছে৷
advertisement
3/6
-SBI-এর পর ফের একটি বড় ব্র্যান্ড এম এস ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা দিয়েছে।
-SBI-এর পর ফের একটি বড় ব্র্যান্ড এম এস ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা দিয়েছে।
advertisement
4/6
ম্যাক্সিভিশন সুপার স্পেশালিটি আই হাসপাতাল। এই সুখবর ঘোষণা করে, হাসপাতাল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে৷ সেখানে তারা জানিয়েছে  এমএস ধোনিকে একজন আইকন হিসাবে দেখা হচ্ছে। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে চোখের রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারবেন পাশাপাশি তাঁদের আই চেকআপের জন্য উৎসাহিত করতে পারবেন৷
ম্যাক্সিভিশন সুপার স্পেশালিটি আই হাসপাতাল। এই সুখবর ঘোষণা করে, হাসপাতাল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে৷ সেখানে তারা জানিয়েছে  এমএস ধোনিকে একজন আইকন হিসাবে দেখা হচ্ছে। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে চোখের রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারবেন পাশাপাশি তাঁদের আই চেকআপের জন্য উৎসাহিত করতে পারবেন৷
advertisement
5/6
এর আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিওমার্ট প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা করেছিল।
এর আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিওমার্ট প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা করেছিল।
advertisement
6/6
এছাড়াও, ক্যাপ্টেন কুল  ২০২৩ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আরও কয়েকটি  সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন৷ এতে Oreo, India Cements, Dream11 এবং Reebok-এর মতো অনেক বড় কোম্পানির নাম রয়েছে।
এছাড়াও, ক্যাপ্টেন কুল  ২০২৩ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আরও কয়েকটি  সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন৷ এতে Oreo, India Cements, Dream11 এবং Reebok-এর মতো অনেক বড় কোম্পানির নাম রয়েছে।
advertisement
advertisement
advertisement