হাসিন জাহানকে দীর্ঘ দিন ধরে হেনস্থা যুবকের! তারপর কী করলেন শামির 'স্ত্রী'

Last Updated:
Young man Arrested for continuous harassing Hasin Jahan: বিশ্বকাপে শেষে ফের একবার আলোচনায় হাসিন জাহান। এক যুবকের বিরুদ্ধে হাসিনকে দীর্ঘ দিন ধরে হেনস্থা করার অভিযোগ এনেছেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। শেষমেশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন হাসিন।
1/6
বিশ্বকাপ চলাকালীন মহম্মদ শামির অনবদ্য পারফরম্যান্সের পর ফের একবার শিরোনামে উঠে এসেছিলেন হাসিন জাহান। নানারকম ইঙ্গিতবাহী পোস্ট ও রিল শেয়ার করে ভাইরাল হয়েছিলেন তিনি।  (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
বিশ্বকাপ চলাকালীন মহম্মদ শামির অনবদ্য পারফরম্যান্সের পর ফের একবার শিরোনামে উঠে এসেছিলেন হাসিন জাহান। নানারকম ইঙ্গিতবাহী পোস্ট ও রিল শেয়ার করে ভাইরাল হয়েছিলেন তিনি। (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
advertisement
2/6
বিশ্বকাপে শেষে ফের একবার আলোচনায় হাসিন জাহান। এক যুবকের বিরুদ্ধে হাসিনকে দীর্ঘ দিন ধরে হেনস্থা করার অভিযোগ এনেছেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। শেষমেশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন হাসিন।     (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
বিশ্বকাপে শেষে ফের একবার আলোচনায় হাসিন জাহান। এক যুবকের বিরুদ্ধে হাসিনকে দীর্ঘ দিন ধরে হেনস্থা করার অভিযোগ এনেছেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। শেষমেশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন হাসিন। (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
advertisement
3/6
সোশ্যাল মিডিয়ায ওই যুবকের ছবিও শেয়ার করেছেন হাসিন জাহান। যদিও তার মুখ ঢাকা রয়েছে। তবে তিনি যে ক্ষমা চাইছেন সেটা ছবি থেকে স্পষ্ট। ছবি শেয়ার করার পাশাপাশি দীর্ঘ বার্তাও দিয়েছেন হাসিন জাহান।          (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায ওই যুবকের ছবিও শেয়ার করেছেন হাসিন জাহান। যদিও তার মুখ ঢাকা রয়েছে। তবে তিনি যে ক্ষমা চাইছেন সেটা ছবি থেকে স্পষ্ট। ছবি শেয়ার করার পাশাপাশি দীর্ঘ বার্তাও দিয়েছেন হাসিন জাহান। (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
advertisement
4/6
পোস্টে হাসিন লিখেন,"দিনের পর দিন হেনস্থা করছিল। এবার ধরা পড়েছে। গ্রেফতার হওয়ার পরে সব দম বেরিয়ে গিয়েছে। এখন শুধু ক্ষমা চাইছে। বলছে, ওর জীবন নষ্ট হয়ে যাবে। লাল কালির দাগ লেগে যাবে। এটাই তো ওদের ক্ষমতা। চাকরিও চলে গিয়েছে ওর।"              (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
পোস্টে হাসিন লিখেন,"দিনের পর দিন হেনস্থা করছিল। এবার ধরা পড়েছে। গ্রেফতার হওয়ার পরে সব দম বেরিয়ে গিয়েছে। এখন শুধু ক্ষমা চাইছে। বলছে, ওর জীবন নষ্ট হয়ে যাবে। লাল কালির দাগ লেগে যাবে। এটাই তো ওদের ক্ষমতা। চাকরিও চলে গিয়েছে ওর।" (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
advertisement
5/6
এছাড়া হাসিন নিজের পোস্টে লিখেছেন,"এ রকম অনেক হতাশ পাগল আছে। ওর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কোনও কাজ করার আগে ভাবতে হবে যে ফল কী হতে পারে? কেউ কারও বিষয়ে মাথা ঘামায় না। নিজের কাজ নিজেকেই করতে হবে।"             (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
এছাড়া হাসিন নিজের পোস্টে লিখেছেন,"এ রকম অনেক হতাশ পাগল আছে। ওর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কোনও কাজ করার আগে ভাবতে হবে যে ফল কী হতে পারে? কেউ কারও বিষয়ে মাথা ঘামায় না। নিজের কাজ নিজেকেই করতে হবে।" (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
advertisement
6/6
তবে ওই যুবক কে, তার নাম কি, কোথায় থাকেন সে বিষয়ে কিছুই জানাননি হাসিন জাহান। এছাড়া তাকে কীভাবে হেনস্থা করেছে তাও জানাননি হাসিন। শুধু এটুকুই জানিয়েছে দিনের পর দিন হেনস্থা করায় ওই যুবকেক গ্রেফতার করেছে পুলিশ।               (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
তবে ওই যুবক কে, তার নাম কি, কোথায় থাকেন সে বিষয়ে কিছুই জানাননি হাসিন জাহান। এছাড়া তাকে কীভাবে হেনস্থা করেছে তাও জানাননি হাসিন। শুধু এটুকুই জানিয়েছে দিনের পর দিন হেনস্থা করায় ওই যুবকেক গ্রেফতার করেছে পুলিশ। (ছবি সৌ: হাসিন জাহান ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement