Police Day: আসানসোলের ভগৎ সিং মোড়ে পুলিশ এ-কী করল! দাঁড়িয়ে পড়ল সাধারণ মানুষ, জানুন আসল ঘটনা

Last Updated:
পুলিশ যা দেখাল, কার্যত হ্যাঁ হয়ে দাঁড়িয়ে দেখলেন সবাই! কী এমনি দেখাল পুলিশ যা দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। 
1/5
আসানসোল ইস্পাত ও কয়লা শিল্পের জন্য বিখ্যাত শহর। এই শহরে বহু মানুষ আসেন বিভিন্ন কর্ম ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও বৃহত্তম শহর হিসেবে পরিচিত এই আসানসোল। শহরের মধ্যে রয়েছে বেশ কয়েকটি জন বহুল এলাকা তার মধ্যে রয়েছে ভগৎ সিং মোড়। এই মোড়েও রয়েছে ট্রাফিক সিগনাল। একদিকে চলে যাচ্ছে নিয়ামতপুর কুলটি রুট, অন্যদিকে যাচ্ছে বার্নপুর শহরের রাস্তা এবং আরও একটি দিকে রয়েছে এইচ এল জি হাসপাতাল রাস্তা। স্বাভাবিকভাবেই এই রাস্তা সবসময়ই জনবহুল থাকে। তাই এদিন সন্ধ্যায় পুলিশ দিবস উপলক্ষে আসানসোল সাউথ পি পি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক প্রচার অভিযানের আয়োজন করা হয়। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
আসানসোল ইস্পাত ও কয়লা শিল্পের জন্য বিখ্যাত শহর। এই শহরে বহু মানুষ আসেন বিভিন্ন কর্ম ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও বৃহত্তম শহর হিসেবে পরিচিত এই আসানসোল। শহরের মধ্যে রয়েছে বেশ কয়েকটি জন বহুল এলাকা তার মধ্যে রয়েছে ভগৎ সিং মোড়। এই মোড়েও রয়েছে ট্রাফিক সিগন্যাল। একদিকে চলে যাচ্ছে নিয়ামতপুর কুলটি রুট, অন্যদিকে যাচ্ছে বার্নপুর শহরের রাস্তা এবং আরও একটি দিকে রয়েছে এইচ এল জি হাসপাতাল রাস্তা। স্বাভাবিকভাবেই এই রাস্তা সবসময়ই জনবহুল থাকে। তাই এদিন সন্ধ্যায় পুলিশ দিবস উপলক্ষে আসানসোল সাউথ পি পি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক প্রচার অভিযানের আয়োজন করা হয়। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
2/5
শহরের বেশ কয়েকটি জনবহুল এলাকা মধ্যে রয়েছে এই ভগৎ সিং মোড়। তাই এদিন সন্ধ্যায় ভগৎ সিং মোড়ে একটি বাইক ও একটি মানুষের প্রতিকৃতি নিয়ে পথ চলতি সাধারণ মানুষদের সতর্কবার্তা দেওয়া হল। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
শহরের বেশ কয়েকটি জনবহুল এলাকা মধ্যে রয়েছে এই ভগৎ সিং মোড়। তাই এদিন সন্ধ্যায় ভগৎ সিং মোড়ে একটি বাইক ও একটি মানুষের প্রতিকৃতি নিয়ে পথ চলতি সাধারণ মানুষদের সতর্কবার্তা দেওয়া হল। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
3/5
সোমবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের বিভিন্ন ঘটনা নিয়ে সচেতন করলেন পুলিশের একাধিক আধিকারিক বৃন্দ। যাতে সাধারণ মানুষ ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালায় এবং কেউ যেন নেশা করে গাড়ি না চালাই পাশাপাশি কানে মোবাইল নিয়ে রাস্তা পারাপার করবেন না ও গাড়ি চালাবেন না এই বিষয়গুলি নিয়ে সতর্ক বার্তা দেওয়া হল। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
সোমবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের বিভিন্ন ঘটনা নিয়ে সচেতন করলেন পুলিশের একাধিক আধিকারিক বৃন্দ। যাতে সাধারণ মানুষ ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালায় এবং কেউ যেন নেশা করে গাড়ি না চালাই পাশাপাশি কানে মোবাইল নিয়ে রাস্তা পারাপার করবেন না ও গাড়ি চালাবেন না এই বিষয়গুলি নিয়ে সতর্ক বার্তা দেওয়া হল। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
4/5
শহরে ঘটে চলা পূর্বের বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে সেই ঘটনার চিত্র প্রজেক্টর এর মাধ্যমে সাধারণ মানুষদের দেখানো হল এবং সতর্ক করা হল কীভাবে গাড়ি চালাবেন কীভাবে রাস্তায় চলাফেরা করবেন এই বিষয়গুলি নিয়ে। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
শহরে ঘটে চলা পূর্বের বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে সেই ঘটনার চিত্র প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষদের দেখানো হল এবং সতর্ক করা হল কীভাবে গাড়ি চালাবেন কীভাবে রাস্তায় চলাফেরা করবেন এই বিষয়গুলি নিয়ে। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
5/5
পুলিশের এই উদ্যোগ দেখে খুশি পথ চলতি সাধারণ মানুষ। এক্সিডেন্টের প্রতিকৃতি নিয়ে দেখানো হল একজন মানুষ নেশা করে গাড়ি চালানোর ফলে রাস্তায় এক্সিডেন্ট করে পরে আছে। ও প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হল পূর্বের বিভিন্ন ঘটনা। এই সমস্ত ঘটনার চিত্র আবার কেউ কেউ মোবাইলে বন্দি করে রাখলেন। তারা বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের লোকজনদের দেখাবেন। এদিনের পুলিশের সচেতনতামূলক প্রচার যথেষ্ট ভাল ভূমিকা নিয়েছে মত সাধারণ মানুষের। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
পুলিশের এই উদ্যোগ দেখে খুশি পথ চলতি সাধারণ মানুষ। অ্যাক্সিডেন্টের প্রতিকৃতি নিয়ে দেখানো হল একজন মানুষ নেশা করে গাড়ি চালানোর ফলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। ও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হল পূর্বের বিভিন্ন ঘটনা। এই সমস্ত ঘটনার চিত্র আবার কেউ কেউ মোবাইলে বন্দি করে রাখলেন। তারা বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের লোকজনদের দেখাবেন। এদিনের পুলিশের সচেতনতামূলক প্রচার যথেষ্ট ভাল ভূমিকা নিয়েছে মত সাধারণ মানুষের। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
advertisement
advertisement