Dokra Crafts: ডোকরা শিল্পের সমাহার, ঘুরে আসুন কলকাতার কাছেই শান্ত গ্রামে! মুগ্ধ হবে মন
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
আপনি কি ঘুরতে ভালবাসেন? পাশাপাশি নতুন জিনিস দেখার এবং শেখার ইচ্ছা রয়েছে? তাহলে আপনি যেতে পারেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। আউশগ্রাম ১ নম্বর ব্লকের,দিগনগর ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে একটি গ্রাম। গ্রামটির নাম দ্বারিয়াপুর।
advertisement
advertisement
advertisement
তবে থাকা অথবা খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে চিন্তা করবেন না। এই গ্রামের মধ্যে রয়েছে স্বল্প খরচে থাকার ব্যবস্থা। গ্রামের সেক্রেটারি শুভ জানিয়েছেন , "তাঁর বাড়িতেই হয়ে যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা।" আপনি চাইলে বাইরের অন্যান্য হোটেল থেকেও খাবার আনিয়ে নিতে পারেন। প্রায়ই এই গ্রামে দূর দূরান্ত থেকে অনেকেই আসতে থাকেন।
advertisement
advertisement
advertisement
চলুন এবার জেনে নেওয়া যাক কী ভাবে আসবেন এই গ্রামে। সবার প্রথমে আপনাকে বাস অথবা ট্রেনে করে আসতে হবে ‘গুসকরা ‘ এবং গুসকরা থেকে মাত্র স্বল্প দুরত্বে রয়েছে এই গ্রাম, এখন থেকে টোটো অথবা বাসে করে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই গ্রামে। তবে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হবে।









