Bengali Food: ৫০ টাকায় থালি! কাসার থালায় মিলবে মাছ, চিকেন ও মটন! ঘুরে আসুন সপরিবারে

Last Updated:
সুস্বাদু বাঙালি খাবারের থালি , তাও আবার হচ্ছে কাঁসার থালায় পরিবেশন। মিলছে মাত্র ৫০ টাকার বিনিময়ে , না দেখলে বিশ্বাসই করবেন না!
1/5
কাঁসার থালায় সুস্বাদু ভেজ থালি। তাও আবার মাত্র ৫০ টাকায়।
কাঁসার থালায় সুস্বাদু ভেজ থালি। তাও আবার মাত্র ৫০ টাকায়।
advertisement
2/5
পুরুলিয়া শহরে জেলা পরিষদ ভবনের ঠিক পাশেই একটি হোটেল এমনই দুর্দান্ত থালি নিয়ে হাজির হয়েছে।
পুরুলিয়া শহরে জেলা পরিষদ ভবনের ঠিক পাশেই একটি হোটেল এমনই দুর্দান্ত থালি নিয়ে হাজির হয়েছে।
advertisement
3/5
এছাড়াও রয়েছে ননভেজ থালিও। যার দাম শুরু হচ্ছে মাত্র ৭০ টাকা থেকে। সেগুলিও দেওয়া হচ্ছে কাঁসার থালায়।
এছাড়াও রয়েছে ননভেজ থালিও। যার দাম শুরু হচ্ছে মাত্র ৭০ টাকা থেকে। সেগুলিও দেওয়া হচ্ছে কাঁসার থালায়।
advertisement
4/5
এখানে পাওয়া যাচ্ছে ৭০ টাকায় এগ থালি , ৯০ টাকায় ফিস থালি , ১৩০ টাকায় চিকেন থালি , ১৯০ টাকায় মটন থালি।
এখানে পাওয়া যাচ্ছে ৭০ টাকায় এগ থালি , ৯০ টাকায় ফিস থালি , ১৩০ টাকায় চিকেন থালি , ১৯০ টাকায় মটন থালি।
advertisement
5/5
৫০ টাকার ভেজ থালির মেনুতে রয়েছে লেবু , লঙ্কা , স্যালাড , সরু চালের ভাত , ডাল , আলুভাজা , বেগুনি , মিক্সড ভেজ , আলুপোস্ত , চাটনি , পাপড়।
৫০ টাকার ভেজ থালির মেনুতে রয়েছে লেবু , লঙ্কা , স্যালাড , সরু চালের ভাত , ডাল , আলুভাজা , বেগুনি , মিক্সড ভেজ , আলুপোস্ত , চাটনি , পাপড়।
advertisement
advertisement
advertisement