প্রতারণার নতুন উপায়! UPI-এর নাম শুনলেই ভয়ে কাঁপছেন বীরভূমের ব্যবসায়ীরা! হঠাৎ হলটা কী...
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
UPI Fraud: বীরভূমের ব্যবসায়ীরা ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করতে ভয় পাচ্ছেন। কারণ, প্রতারণার টাকা অ্যাকাউন্টে ঢুকলেই সেটি ফ্রিজ হয়ে যাচ্ছে। ফলে অনেকেই ডিজিটাল পেমেন্ট বন্ধ করে দিয়েছেন।
বর্তমানে আর পকেটে সেভাবে কেউ টাকা নিয়ে বের হয় না। খুচরো পয়সা নিয়ে ঝামেলাও পোহাতে হয় না আর। লেনদেন হয় একটি আঙুলের ছোঁয়ায়। সৌজন্যে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস। সাধারণ মানুষের জীবন যাপন অনেকটাই সহজ করে দিয়েছে। কিন্তু ইদানীং UPI-তে লেনদেন করতেই ভয় পাচ্ছেন বীরভূমের ব্যবসায়ীরা। অভিযোগ এমনই। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
বীরভূমের বিভিন্ন ছোট বড় স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মূলত প্রতারণার টাকা দিয়ে UPI-এর মাধ্যমে QR কোড স্ক্যান করে কেনাকাটা করছেন প্রতারকরা। আর কার্যত এর ফলেই বিপদ বাড়ছে স্থানীয় ব্যবসায়ীরা। প্রতারণার টাকা ঢুকলেই ফ্রিজ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা ফ্রিজ হয়ে যায়, আর সেভিংস অ্যাকাউন্ট হলে গোটা অ্যাকাউন্টটাই। তবে হঠাৎ কেন এমন হচ্ছে?
advertisement
রামপুরহাটে এক দোকানদার প্রহ্লাদ বর্মন তিনি জানান, "অ্যাকাউন্টে তিন হাজার টাকার কাছাকাছি ছিল কিন্তু সেই টাকা তুলতে পারছিলাম না, ব্যাংকে গিয়ে জানতে পারি যে এই টাকাটা আমাকে যে পাঠিয়েছিল সেই টাকাটা সে অন্য কারোর কাছে প্রতারণা করে নিয়েছে। তিনি অভিযোগ জানানোর পরে সেই পরিমাণ টাকা ভিন রাজ্যের একটি সাইবার ক্রাইম থানা থেকে ফ্রিজ করে দেওয়া হয়।"
advertisement
advertisement








