Tiger Attack : বাঘের আক্রমণে পরিবার হারানো মহিলারা শপথ নিলেন সুন্দরবন রক্ষার, জঙ্গল ছেড়ে ভরসা হয়ে উঠছে নতুন জীবিকা

Last Updated:
Tiger Attack : বাঘের আক্রমণে কাছের মানুষকে হারিয়ে অথৈ জলে পড়েছেন যে মহিলারা, সেই মহিলাদের বাঘ বাঁচানোর পাঠই দেওয়া হচ্ছে। বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন তাঁরা।
1/5
স্বামী সন্তানকে হারিয়ে দিশাহারা তাঁরা। সংসারের একমাত্র রোজগেরে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের পেটে গিয়েছেন। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় দিন কাটছে বর্তমানে। (তথ্য ছবি সুমন সাহা)
স্বামী সন্তানকে হারিয়ে দিশাহারা তাঁরা। সংসারের একমাত্র রোজগেরে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের পেটে গিয়েছেন। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় দিন কাটছে বর্তমানে। <strong>(তথ্য ছবি সুমন সাহা)</strong>
advertisement
2/5
বাসন্তীর শিবগঞ্জে আয়োজিত বাৎসরিক মিলন মেলায় এসে এরকম প্রায় চারশো মহিলা অঙ্গীকার করলেন সুন্দরবনকে রক্ষার। এদিন বাঘ বিধবা মায়েদের জীবিকার দাবিতে, মৎস্যজীবী-মৌলদের সুরক্ষার দাবির পাশাপাশি সুন্দরবনের বাঘ, বাদাবন, সুন্দরবনের নদী বাঁধ রক্ষার দাবিতে একটি পথ মিছিল হয় বাসন্তীতে। (তথ্য ছবি সুমন সাহা)
বাসন্তীর শিবগঞ্জে আয়োজিত বাৎসরিক মিলন মেলায় এসে এরকম প্রায় চারশো মহিলা অঙ্গীকার করলেন সুন্দরবনকে রক্ষার। এদিন বিধবা মহিলাদের জীবিকার দাবিতে, মৎস্যজীবী-মৌলদের সুরক্ষার দাবির পাশাপাশি সুন্দরবনের বাঘ, বাদাবন, সুন্দরবনের নদী বাঁধ রক্ষার দাবিতে একটি পথ মিছিল হয় বাসন্তীতে।<span style="color: currentcolor;">মিলন মেলায় আগত বাঘের হামলায় প্রাণ হারানো বা জখমদের পরিবারদের হাতে দুর্গা পুজোর প্রাক্কালে নতুন জামা কাপড় ও রেশন সামগ্রী হাতে তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে। পাশাপাশি পুজোর আগে এই সমস্ত বাঘ আক্রান্ত পরিবারের সদস্যদের নিয়ে একটি পুনর্মিলন অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ ও সুন্দরবনকে রক্ষার অঙ্গীকার করেন সকলে।</span>
advertisement
3/5
যার আক্রমণে পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ওঁদের, সেই বাঘের জীবন বাঁচানোর মধ্যে দিয়ে সুন্দরবন রক্ষার অঙ্গীকার করলেন ওঁরা এদিন। বাঘ বিধবা মায়েদের পুনর্মিলন উৎসবে সেই শপথ নেন সবিতা, মেনকা, রত্না, গীতারা। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়ে প্রাণ গিয়েছে এঁদের পরিজনদের। (তথ্য ছবি সুমন সাহা)
যার আক্রমণে পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ওঁদের, সেই বাঘের জীবন বাঁচানোর মধ্যে দিয়ে সুন্দরবন রক্ষার অঙ্গীকার করলেন ওঁরা এদিন। পুনর্মিলন উৎসবে সেই শপথ নেন সবিতা, মেনকা, রত্না, গীতারা। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়ে প্রাণ গিয়েছে এঁদের পরিজনদের।
advertisement
4/5
স্বামী বা অন্য পরিজনের মৃত্যুর পরে অনেকেই সংসার বাঁচানোর জন্য সেই জঙ্গলের পথই বেছে নিয়েছিলেন। তাঁদের নানা ভাবে বুঝিয়ে, বিকল্প পেশার হদিস দিয়ে, আর্থিক সাহায্য করে জঙ্গলের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন এই বেসরকারি সংস্থার সদস্যরা। (তথ্য ছবি সুমন সাহা)
স্বামী বা অন্য পরিজনের মৃত্যুর পরে অনেকেই সংসার বাঁচানোর জন্য সেই জঙ্গলের পথই বেছে নিয়েছিলেন। তাঁদের নানা ভাবে বুঝিয়ে, বিকল্প পেশার হদিস দিয়ে, আর্থিক সাহায্য করে জঙ্গলের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন এই বেসরকারি সংস্থার সদস্যরা।
advertisement
5/5
বাঘের আক্রমণে নিজের কাছের মানুষকে হারিয়ে এই অথৈ জলে পড়েছেন সুন্দরবনের মহিলারা সেই বাঘ বাঁচানোর পাঠই দেওয়া হচ্ছে তাঁদেরকেই। বাঘ না বাঁচলে জঙ্গল বাঁচবে না, আর জঙ্গল না বাঁচলে মানুষ বাঁচবে না। বরং জীবনের ঝুঁকি নিয়ে বাঘের ডেরায় গিয়ে জীবিকা নির্বাহ না করে, বিকল্প পেশায় যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তাঁদেরকে। (তথ্য ছবি সুমন সাহা)
বাঘের আক্রমণে কাছের মানুষকে হারিয়ে অথৈ জলে পড়েছেন যে মহিলারা, সেই মহিলাদের বাঘ বাঁচানোর পাঠই দেওয়া হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে বাঘের ডেরায় গিয়ে জীবিকা নির্বাহ না করে, বিকল্প পেশায় যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তাঁদেরকে। <strong>(তথ্য ছবি সুমন সাহা)</strong>
advertisement
advertisement
advertisement