সমাজকে অভিনব বার্তা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ 

Last Updated:
উৎসবের আবহে সমাজ সচেতনতার বার্তা , সকলের প্রশংসা কুড়িয়েছে এই পুজো মণ্ডপ!
1/6
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: উৎসবের আমেজ রয়েছে সর্বত্র। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই মানুষের ঢল নামছে বিভিন্ন পুজো মণ্ডপে।
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: উৎসবের আমেজ রয়েছে সর্বত্র। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই মানুষের ঢল নামছে বিভিন্ন পুজো মণ্ডপে।
advertisement
2/6
পুরুলিয়া শহরের জনপ্রিয় পুজো গুলির মধ্যে অন্যতম রেনী রোড দেবীমেলা সার্বজনীন দুর্গাপুজো। শহরের মানুষেদের বিরাট এক্সপেক্টেশন থাকে এই পুজো নিয়ে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
পুরুলিয়া শহরের জনপ্রিয় পুজো গুলির মধ্যে অন্যতম রেনী রোড দেবীমেলা সার্বজনীন দুর্গাপুজো। শহরের মানুষেদের বিরাট এক্সপেক্টেশন থাকে এই পুজো নিয়ে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
প্রতিবছরই অভিনব থিমের ভাবনা ফুটে ওঠে এই পুজোয়। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি। একেবারেই অন্যরকম বার্তা দেওয়া হচ্ছে এই পুজোর মধ্যে দিয়ে। ২৬ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
প্রতিবছরই অভিনব থিমের ভাবনা ফুটে ওঠে এই পুজোয়। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি। একেবারেই অন্যরকম বার্তা দেওয়া হচ্ছে এই পুজোর মধ্যে দিয়ে। ২৬ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
এ বিষয়ে পুজো কমিটির সদস্যরা বলেন, তাদের পূজোর থেমে তুলে ধরা হয়েছে নারী নির্যাতনের কথা। নারীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে তাদের এই মণ্ডপ সেজে উঠেছে। ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
এ বিষয়ে পুজো কমিটির সদস্যরা বলেন, তাদের পূজোর থেমে তুলে ধরা হয়েছে নারী নির্যাতনের কথা। নারীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে তাদের এই মণ্ডপ সেজে উঠেছে।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এ বিষয়ে মণ্ডপে আসা এক দর্শনার্থী রূপালী সহিস বলেন, তিনি প্রতিবছর এই মণ্ডপে পুজো দেখতে আসেন। এ বছরও তিনি এসেছেন। দুর্দান্ত থিম তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এখানে এসে তার খুবই ভালো লাগছে। পুজোর চার দিন ভীষণ এনজয় করেন তিনি। ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
এ বিষয়ে মণ্ডপে আসা এক দর্শনার্থী রূপালী সহিস বলেন, তিনি প্রতিবছর এই মণ্ডপে পুজো দেখতে আসেন। এ বছরও তিনি এসেছেন। দুর্দান্ত থিম তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এখানে এসে তার খুবই ভালো লাগছে। পুজোর চার দিন ভীষণ এনজয় করেন তিনি।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
এবছর রেনী রোড দেবীমেলা সার্বজনীন দুর্গাপুজো মানুষের মনে অনেকখানি দাগ কেটেছে। সমাজ সচেতনতার বার্তা দিয়ে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ। যা মানুষের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
এবছর রেনী রোড দেবীমেলা সার্বজনীন দুর্গাপুজো মানুষের মনে অনেকখানি দাগ কেটেছে। সমাজ সচেতনতার বার্তা দিয়ে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ। যা মানুষের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement
advertisement