Thakurnagar Mela Viral Narkel Baba: মতুয়া মেলায় ভাইরাল মহারাষ্ট্র থেকে আসা এই নারকেল বাবা, কে তিনি! কী করতে এসেছেন জানেন?

Last Updated:
Thakurnagar Mela Viral Narkel Baba: মতুয়া মেলায় ভাইরাল মহারাষ্ট্র থেকে আসা এই নারকেল বাবা, কে তিনি! তাঁর দাবি শুনলে চমকে যাবেন।
1/6
মতুয়াদের বারুণী মেলায় ভাইরাল নারকেল বাবা, ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায় দেখা মিলছে এই ভক্তের, অনেকেই তাঁর সঙ্গে সেলফিও তুলছেন।
মতুয়াদের বারুণী মেলায় ভাইরাল নারকেল বাবা, ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায় দেখা মিলছে এই ভক্তের, অনেকেই তাঁর সঙ্গে সেলফিও তুলছেন।
advertisement
2/6
মহারাষ্ট্রের চন্দ্রপুর গুরুচাঁদ নগর থেকে ঠাকুরনগরে এসেছেন রাখাল সরকার। বিগত প্রায় পাঁচ বছর ধরেই তিনি আসেন মেলায় বলে জানান।
মহারাষ্ট্রের চন্দ্রপুর গুরুচাঁদ নগর থেকে ঠাকুরনগরে এসেছেন রাখাল সরকার। বিগত প্রায় পাঁচ বছর ধরেই তিনি আসেন মেলায় বলে জানান।
advertisement
3/6
গলায় ঝোলানো বড় নারকেলের মালার কারণেই তাঁকে নারকেল বাবা বলে এক ডাকে চিনছেন সকলে। ঠাকুরবাড়ির চারদিকেই যত্রতত্র দেখা মিলছে তাঁর
গলায় ঝোলানো বড় নারকেলের মালার কারণেই তাঁকে নারকেল বাবা বলে এক ডাকে চিনছেন সকলে। ঠাকুরবাড়ির চারদিকেই যত্রতত্র দেখা মিলছে তাঁর
advertisement
4/6
নারকেলের মালার পাশাপাশি হাতে পরা বেশ কয়েকটি শাখা ও কানে রয়েছে দুল। গুরুচাঁদ ঠাকুরের আদেশেই তিনি তা পড়েন বলেও জানালেন।
নারকেলের মালার পাশাপাশি হাতে পরা বেশ কয়েকটি শাখা ও কানে রয়েছে দুল। গুরুচাঁদ ঠাকুরের আদেশেই তিনি তা পড়েন বলেও জানালেন।
advertisement
5/6
এবার পুন্যস্নানে এসেছেন বিশেষ কারণ নিয়েই। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নারীদের সম্মানহানি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কামনা করেই কামনা সাগরে ডুব দিয়েছেন বলেই জানান নারকেল বাবা।
এবার পুন্যস্নানে এসেছেন বিশেষ কারণ নিয়েই। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নারীদের সম্মানহানি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কামনা করেই কামনা সাগরে ডুব দিয়েছেন বলেই জানান নারকেল বাবা।
advertisement
6/6
কামনা সাগরে ডুব দিলে পবিত্র হয়ে ওঠে, মন শান্ত হয়ে যায়। তবে মেলায় আসা অন্যান্য বিভিন্ন বয়সের ভক্তদের তিনি বলছেন নিজের মা-বাবাকে ভক্তি সম্মান করার কথা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পাশাপাশি তারাই যে আসল গুরু
কামনা সাগরে ডুব দিলে পবিত্র হয়ে ওঠে, মন শান্ত হয়ে যায়। তবে মেলায় আসা অন্যান্য বিভিন্ন বয়সের ভক্তদের তিনি বলছেন নিজের মা-বাবাকে ভক্তি সম্মান করার কথা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পাশাপাশি তারাই যে আসল গুরু
advertisement
advertisement
advertisement