৮৪ তে পা রাখলেন শিশির! প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তায় মুগ্ধ, শুধু এল না একটা ফোন...

Last Updated:
সকাল সকাল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি-সহ সাংসদ বিধায়কেরা৷
1/5
 ৮৪তে পা  শিশিরের। আজ জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন কাঁথির বর্ষীয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সকাল থেকেই এসেছে শুধু শুভেচ্ছা, ফোন আর ফোন।
৮৪তে পা শিশিরের। আজ জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন কাঁথির বর্ষীয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সকাল থেকেই এসেছে শুধু শুভেচ্ছা, ফোন আর ফোন।
advertisement
2/5
সকাল সকাল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি-সহ  সাংসদ বিধায়কেরা৷
সকাল সকাল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি-সহ সাংসদ বিধায়কেরা৷
advertisement
3/5
সকাল থেকেই গুণমুগ্ধদের ভিড় জমে যায় কাঁথি শহরের অধিকারী পরিবারের বাসভূমি শান্তিকুঞ্জে। হাতে মিষ্টি-ফুল-কেক, বাড়ি বয়ে এসে কেউ কপালে পরিয়ে দিলেন চন্দনের ফোঁটা। কেউ মাথায় পরালেন রঙিন ঝকমকি টুপি। শুভেচ্ছা জানানোর ফাঁকে অতীতের অনেক গল্প কথাই শিশির অধিকারীর মুখ থেকে শুনলেন তাঁরা।
সকাল থেকেই গুণমুগ্ধদের ভিড় জমে যায় কাঁথি শহরের অধিকারী পরিবারের বাসভূমি শান্তিকুঞ্জে। হাতে মিষ্টি-ফুল-কেক, বাড়ি বয়ে এসে কেউ কপালে পরিয়ে দিলেন চন্দনের ফোঁটা। কেউ মাথায় পরালেন রঙিন ঝকমকি টুপি। শুভেচ্ছা জানানোর ফাঁকে অতীতের অনেক গল্প কথাই শিশির অধিকারীর মুখ থেকে শুনলেন তাঁরা।
advertisement
4/5
আজ বাড়িতে বেশ খোশমেজাজেই আছেন তিনি। বাড়ির মূল কর্তা তথা বড় সদস্যের জন্মদিনে শান্তিকুঞ্জের রান্নাঘরে স্পেশাল কিছু রান্নাও হয়েছে।
আজ বাড়িতে বেশ খোশমেজাজেই আছেন তিনি। বাড়ির মূল কর্তা তথা বড় সদস্যের জন্মদিনে শান্তিকুঞ্জের রান্নাঘরে স্পেশাল কিছু রান্নাও হয়েছে।
advertisement
5/5
তবে আজকের দিনে একটা ফোন গতবারের মতো এবারও তাঁর কাছে আসেনি, যা আসত দীর্ঘদিন ধরে৷ মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা ফোন এবারেও এসে পৌঁছয়নি এই বরিষ্ঠ রাজনীতিকের কাছে। (ছবি ও প্রতিবেদন- সুজিত ভৌমিক)
তবে আজকের দিনে একটা ফোন গতবারের মতো এবারও তাঁর কাছে আসেনি, যা আসত দীর্ঘদিন ধরে৷ মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা ফোন এবারেও এসে পৌঁছয়নি এই বরিষ্ঠ রাজনীতিকের কাছে। (ছবি ও প্রতিবেদন- সুজিত ভৌমিক)
advertisement
advertisement
advertisement