Sara Painting: মাটির থালায় জীবন্ত ছবি!

Last Updated:
Sara Painting: মাটির থালার উপর রং-তুলির আঁচড়ে প্রাণ পেল ছবি। কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হল সরা পেন্টিং-এর ওয়ার্কশপ
1/6
মাটির থালার উপরে চমৎকার ছবি আঁকা এবং পেইন্টিং। এই নিয়ে ওয়ার্কশপ হল বাঁকুড়ার ছাতনায়।
মাটির থালার উপরে চমৎকার ছবি আঁকা এবং পেইন্টিং। এই নিয়ে ওয়ার্কশপ হল বাঁকুড়ার ছাতনায়।
advertisement
2/6
বসে আঁকা প্রতিযোগিতা অনেক দেখেছেন। এবার দেখুন বাঁকুড়ায় এক নতুন ধরনের ওয়ার্কশপ
বসে আঁকা প্রতিযোগিতা অনেক দেখেছেন। এবার দেখুন বাঁকুড়ায় এক নতুন ধরনের ওয়ার্কশপ
advertisement
3/6
৫০ জন খুদেকে নিয়ে এই ওয়ার্কশপ আয়োজিত হয়। তুলির আঁচড়ে মাটির সরার উপর ফুটে উঠল জগন্নাথদেবের ছবি, আবার কোনটাতে সুনিপুণ নকশার কাজ। কচিকাঁচাদের হাতে মাটির সরার উপর নিখুঁত সব শিল্পকর্ম দেখে অবাক হবেন আপনিও।
৫০ জন খুদেকে নিয়ে এই ওয়ার্কশপ আয়োজিত হয়। তুলির আঁচড়ে মাটির সরার উপর ফুটে উঠল জগন্নাথদেবের ছবি, আবার কোনটাতে সুনিপুণ নকশার কাজ। কচিকাঁচাদের হাতে মাটির সরার উপর নিখুঁত সব শিল্পকর্ম দেখে অবাক হবেন আপনিও।
advertisement
4/6
সৃজনশীল মানুষেরা সংগ্ৰহে রাখেন বিভিন্ন শিল্পীর আঁকা ছবি। তবে মাটির সরার উপর পেইন্টিং যেমন কঠিন কাজ তেমনই খুব সুন্দরভাবে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা যায় রঙিন জীবন্ত ছবি। এই ওয়ার্কশপের আয়োজক চিত্রশিল্পী দিব্যেন্দু কর্মকার
সৃজনশীল মানুষেরা সংগ্ৰহে রাখেন বিভিন্ন শিল্পীর আঁকা ছবি। তবে মাটির সরার উপর পেইন্টিং যেমন কঠিন কাজ তেমনই খুব সুন্দরভাবে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা যায় রঙিন জীবন্ত ছবি। এই ওয়ার্কশপের আয়োজক চিত্রশিল্পী দিব্যেন্দু কর্মকার
advertisement
5/6
টেরাকোটার পিঠস্থান বিষ্ণুপুর থেকে পঞ্চাশ টাকা মূল্যে কিনে আনা হয়েছে মাটির থালা। আর তাতে রং করে এবং ছবি এঁকে জীবন্ত করে তুলছে খুদে শিক্ষার্থীরা
টেরাকোটার পিঠস্থান বিষ্ণুপুর থেকে পঞ্চাশ টাকা মূল্যে কিনে আনা হয়েছে মাটির থালা। আর তাতে রং করে এবং ছবি এঁকে জীবন্ত করে তুলছে খুদে শিক্ষার্থীরা
advertisement
6/6
এই
এই
advertisement
advertisement
advertisement