চাষের জমি থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী! পঞ্চাশোর্ধ কচ্ছপ এল কোথা থেকে? বনদফতরে রহস্য

Last Updated:
Rare Species Tortoise: মুর্শিদাবাদ জেলার রানিতলা থানা এলাকায় চাষের জমি থেকে উদ্ধার এক বিরল প্রজাতি এই কচ্ছপ। কচ্ছপটির ওজন প্রায় ৩ কেজি। অনুমানিক বয়স ৫০ বছর। বনদফতরের প্রাথমিকভাবে অনুমান, কচ্ছপটি Indian softshell turtle প্রজাতির। 
1/5
মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত নসিপুর বালাগাছি এলাকা থেকে এদিন উদ্ধার হল প্রায় ৫০ বছর বয়সের এক বিরল প্রজাতির কচ্ছপ। প্রাণীটিকে উদ্ধার করেছে রানিতলা থানার পুলিশ। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত নসিপুর বালাগাছি এলাকা থেকে এদিন উদ্ধার হল প্রায় ৫০ বছর বয়সের এক বিরল প্রজাতির কচ্ছপ। প্রাণীটিকে উদ্ধার করেছে রানিতলা থানার পুলিশ। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
advertisement
2/5
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চাষের জমি থেকে উদ্ধার হয় বিরল প্রজাতি এই কচ্ছপটি। এত বছর বয়সী কচ্ছপ এই অঞ্চলে খুবই বিরল বলে জানিয়েছে বনদফতরের কর্মকর্তারা। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ৩ কেজি। পরবর্তীতে কচ্ছপটিকে তুলে দেওয়া হবে বনকর্মীদের হাতে। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চাষের জমি থেকে উদ্ধার হয় বিরল প্রজাতি এই কচ্ছপটি। এত বছর বয়সী কচ্ছপ এই অঞ্চলে খুবই বিরল বলে জানিয়েছে বনদফতরের কর্মকর্তারা। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ৩ কেজি। পরবর্তীতে কচ্ছপটিকে তুলে দেওয়া হবে বনকর্মীদের হাতে। 
advertisement
3/5
পুলিশের উপস্থিতিতে উদ্ধার হওয়া বিরল প্রজাতির কচ্ছপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কচ্ছপটি Indian softshell turtle প্রজাতির। 
পুলিশের উপস্থিতিতে উদ্ধার হওয়া বিরল প্রজাতির কচ্ছপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কচ্ছপটি Indian softshell turtle প্রজাতির। 
advertisement
4/5
এই এলাকায় কীভাবে বিরল ও দীর্ঘ বছর বয়সি কচ্ছপটি আসল তা খতিয়ে দেখছে রানিতলা থানার পুলিশ। পুলিশ ও বনদফতর যৌথভাবে এই বিরল কচ্ছপের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
এই এলাকায় কীভাবে বিরল ও দীর্ঘ বছর বয়সি কচ্ছপটি আসল তা খতিয়ে দেখছে রানিতলা থানার পুলিশ। পুলিশ ও বনদফতর যৌথভাবে এই বিরল কচ্ছপের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
advertisement
5/5
বিরল প্রজাতির এই কচ্ছপকে উদ্ধার করে প্রাণে বাঁচানোয়, এলাকাবাসীরা রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকার ওসি অরিজিত ঘোষ ও তার পুলিশ দলকে সাধুবাদ জানিয়েছেন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)।
বিরল প্রজাতির এই কচ্ছপকে উদ্ধার করে প্রাণে বাঁচানোয়, এলাকাবাসীরা রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকার ওসি অরিজিত ঘোষ ও তার পুলিশ দলকে সাধুবাদ জানিয়েছেন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)।
advertisement
advertisement
advertisement