মাছ নয়, জালে আটকে পড়ল বিরল প্রজাতির ডলফিন, কুলতলীতে চাঞ্চল্য
Bangla Digital Desk
1/ 5
•স্থানীয় মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির ডলফিন (Rare Dolphin in Kultali)। দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের কুন্দখালি গ্রামের ঘটনা৷
2/ 5
•পাঁচু সর্দার নামে এক মৎসজীবী রাতে পিয়ালি নদীতে (Dolpin in local river at south 24 parganas) মাছ ধরার জন্য জাল পেতে দিয়ে আসেন। সকালে সেই জাল তোলার সময় তিনি অনুভব করেন যে ভারী কোনও বস্তু জালে ধরা পড়েছে৷ তুলতে গিয়ে দেখেন মস্ত ডলফিন৷
3/ 5
•জালে জড়িয়ে ছিল ডলফিনটি। ডলফিনটি দেখে বনবিভাগ ও কুলতলি থানায় খবর দেওয়া হয়।
4/ 5
•মনে করা হচ্ছে, ইয়াসের পর জলস্ফীতির কারণ স্থানীয় এই নদীতে ভেসে চলে আসে বিরল প্রজাতির ডলফিনটি। সেখানেই জেলেদের জালে আটকে যায়।
5/ 5
•ডলফিনটির মুখে ইলিশ ধরার জাল জড়িয়ে থাকায়, দীর্ঘ দিন ধরে না খেতে পেয়ে অনাহারে মৃত্যু হয়ে থাকতে পারে বলে সেটির৷ তেমনই অনুমান প্রশাসনের।
মাছ নয়, জালে আটকে পড়ল বিরল প্রজাতির ডলফিন, কুলতলীতে চাঞ্চল্য
•পাঁচু সর্দার নামে এক মৎসজীবী রাতে পিয়ালি নদীতে (Dolpin in local river at south 24 parganas) মাছ ধরার জন্য জাল পেতে দিয়ে আসেন। সকালে সেই জাল তোলার সময় তিনি অনুভব করেন যে ভারী কোনও বস্তু জালে ধরা পড়েছে৷ তুলতে গিয়ে দেখেন মস্ত ডলফিন৷