Digha: দিঘায় ভয়ঙ্কর কাণ্ড...! আবার কী হল? দিন-রাত চরম হয়রানি পর্যটকদের, উল্টো রথে যাওয়ার আগে জানুন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: দিঘার টোটো অটোতে বেড়েছে ভাড়া। ন্যায্য ভাড়া বা ন্যায্য মূল্যের থেকে বেশি নেওয়ার অভিযোগ সর্বত্রই। এবার সেসব আর দিঘায় নয়। পর্যটকদের দিঘায় ঘুরে বেড়ানোর সমস্ত সুবিধার বিষয়ে তৎপর হয়েছে জেলা পুলিশ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামলকুমার মণ্ডল জানান,'টোটো গুলিকে জোড়-বিজোড় পদ্ধতি মেনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজোড় সংখ্যার টোটোগুলি জন্য নীল রঙের স্টিকার এবং জোড় সংখ্যার টোটোর জন্য সবুজ রঙের স্টিকার দেওয়া হয়েছে। ওঁদের আর্জির কথা মাথায় রেখে উল্টো রথের পর থেকে নতুন নিয়মে টোটো চালান হবে।'
advertisement
এখনও পর্যন্ত ১ হাজার ৬০০ টি টোটোতে নীল ও লাল রঙের আলাদা আলাদা স্টিকার লাগান হয়েছে। বিজোড় সংখ্যার জন্য নীল রঙের। আর জোড় সংখ্যার জন্য সবুজ রঙের। স্টিকার যাতে কেউ নকল করতে না পারেন, সে জন্য বিশেষ হলগ্রাম প্রযুক্তি লাগান হোয়েছে। ফলে আগামী দিনে দিঘায় পর্যটকদের সুবিধা হবে এই টোটো নিয়ন্ত্রণ ব্যবস্থায়।