Digha: দিঘায় ভয়ঙ্কর কাণ্ড...! আবার কী হল? দিন-রাত চরম হয়রানি পর্যটকদের, উল্টো রথে যাওয়ার আগে জানুন

Last Updated:
Digha: দিঘার টোটো অটোতে বেড়েছে ভাড়া। ন্যায্য ভাড়া বা ন্যায্য মূল্যের থেকে বেশি নেওয়ার অভিযোগ সর্বত্রই। এবার সেসব আর দিঘায় নয়। পর্যটকদের দিঘায় ঘুরে বেড়ানোর সমস্ত সুবিধার বিষয়ে তৎপর হয়েছে জেলা পুলিশ।  
1/11
দিঘা বাঙালির অত্যন্ত প্রিয় একটি জায়গা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দিঘায় পর্যটকের ভিড় লেগেই আছে। আর সেই ভিড়কে বাড়িতে অক্সিজেন দিয়েছে দিঘা জগন্নাথ মন্দির।
দিঘা বাঙালির অত্যন্ত প্রিয় একটি জায়গা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দিঘায় পর্যটকের ভিড় লেগেই আছে। আর সেই ভিড়কে বাড়িতে অক্সিজেন দিয়েছে দিঘা জগন্নাথ মন্দির।
advertisement
2/11
মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটকের ভিড় যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে দিঘায় বেড়েছে পর্যটকদের হয়রানি। দিঘা হোটেল থেকে শুরু করে বিভিন্ন দোকান এবং দিঘার টোটো অটোতে বেড়েছে দাম।
মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটকের ভিড় যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে দিঘায় বেড়েছে পর্যটকদের হয়রানি। দিঘা হোটেল থেকে শুরু করে বিভিন্ন দোকান এবং দিঘার টোটো অটোতে বেড়েছে দাম।
advertisement
3/11
ন্যায্য ভাড়া বা ন্যায্য মূল্যের থেকে বেশি নেওয়ার অভিযোগ সর্বত্রই। এবার সেসব আর দিঘায় নয়, পর্যটকদের দিঘায় ঘুরে বেড়াতে যাতে সমস্যা না হয় সেদিকে দিকে নজর দিয়েছে জেলা পুলিশ।  
ন্যায্য ভাড়া বা ন্যায্য মূল্যের থেকে বেশি নেওয়ার অভিযোগ সর্বত্রই। এবার সেসব আর দিঘায় নয়, পর্যটকদের দিঘায় ঘুরে বেড়াতে যাতে সমস্যা না হয় সেদিকে দিকে নজর দিয়েছে জেলা পুলিশ।
advertisement
4/11
দিঘায় পর্যটকের ভিড় বাড়তেই বেড়েছে দাপট টোটো ও অটোর। এই সব টোটো অটো চালকদের ঘিরে পর্যটকদের অভিযোগের শেষ নেই। প্রতিদিনই বিস্তর অভিযোগ জমা পড়ছে পর্যটকদের থেকে।
দিঘায় পর্যটকের ভিড় বাড়তেই বেড়েছে দাপট টোটো ও অটোর। এই সব টোটো অটো চালকদের ঘিরে পর্যটকদের অভিযোগের শেষ নেই। প্রতিদিনই বিস্তর অভিযোগ জমা পড়ছে পর্যটকদের থেকে।
advertisement
5/11
 পর্যটকদের অভিযোগ মূলত টোটো অটোগুলিতে মাত্রা অতিরিক্ত ভাড়া। এবং টোটো অটো চালকদের ব্যবহারে কার্যত দিশেহারা পর্যটকেরা। বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকদের কাছ থেকে ন্যায্য ভাড়ার থেকে বেশি চাইছে টোটো অটো চালকেরা।
পর্যটকদের অভিযোগ মূলত টোটো অটোগুলিতে মাত্রা অতিরিক্ত ভাড়া। এবং টোটো অটো চালকদের ব্যবহারে কার্যত দিশেহারা পর্যটকেরা। বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকদের কাছ থেকে ন্যায্য ভাড়ার থেকে বেশি চাইছে টোটো অটো চালকেরা।
advertisement
6/11
আর তা নিয়ে পর্যটকদের সঙ্গে রীতিমতো ঝামেলা বাঁধছে প্রতিদিনই। এই বিস্তর অভিযোগে পেয়ে দিঘায় টোটো অটো চলাচলে রাশ টানতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 
আর তা নিয়ে পর্যটকদের সঙ্গে রীতিমতো ঝামেলা বাঁধছে প্রতিদিনই। এই বিস্তর অভিযোগে পেয়ে দিঘায় টোটো অটো চলাচলে রাশ টানতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
advertisement
7/11
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ওল্ড এবং নিউ দিঘা মিলিয়ে অন্তত ১ হাজার ৮৫০ টি টোটো চলে। ইতিমধ্যেই বৈঠক করে জোড় বিজোড় পদ্ধতিতে দিঘার রাস্তায় টোটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। জোড়-বিজোড় পদ্ধতিতে চালু হলে দিনে ৯২৫টি করে টোটো চলবে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ওল্ড এবং নিউ দিঘা মিলিয়ে অন্তত ১ হাজার ৮৫০ টি টোটো চলে। ইতিমধ্যেই বৈঠক করে জোড় বিজোড় পদ্ধতিতে দিঘার রাস্তায় টোটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। জোড়-বিজোড় পদ্ধতিতে চালু হলে দিনে ৯২৫টি করে টোটো চলবে।
advertisement
8/11
 গাড়ির ক্ষেত্রে নম্বর প্লেটের সংখ্যা দেখে 'জোড়-বিজোড়' হিসাব করা যায়। টোটোর ক্ষেত্রে অবশ্য অন্য পদ্ধতি করা হচ্ছে। লাগানো হবে বিশেষ রঙের স্টিকার। পুলিশ প্রশাসন থেকে সবুজ এবং নীল স্টিকার দেওয়া হয়েছে।
গাড়ির ক্ষেত্রে নম্বর প্লেটের সংখ্যা দেখে 'জোড়-বিজোড়' হিসাব করা যায়। টোটোর ক্ষেত্রে অবশ্য অন্য পদ্ধতি করা হচ্ছে। লাগানো হবে বিশেষ রঙের স্টিকার। পুলিশ প্রশাসন থেকে সবুজ এবং নীল স্টিকার দেওয়া হয়েছে।
advertisement
9/11
তাদের বলা হয়েছে, ৯২৫টি টোটোয় সবুজ এবং বাকিগুলিতে নীল স্টিকার লাগাতে হবে। আর সেই স্টিকারের রং অনুসারে কিছু টোটো দিনের বেলা চলবে। আর কিছু টোটো দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলবে।
তাদের বলা হয়েছে, ৯২৫টি টোটোয় সবুজ এবং বাকিগুলিতে নীল স্টিকার লাগাতে হবে। আর সেই স্টিকারের রং অনুসারে কিছু টোটো দিনের বেলা চলবে। আর কিছু টোটো দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলবে।
advertisement
10/11
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামলকুমার মণ্ডল জানান,'টোটো গুলিকে জোড়-বিজোড় পদ্ধতি মেনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজোড় সংখ্যার টোটোগুলি জন্য নীল রঙের স্টিকার এবং জোড় সংখ্যার টোটোর জন্য সবুজ রঙের স্টিকার দেওয়া হয়েছে। ওঁদের আর্জির কথা মাথায় রেখে উল্টো রথের পর থেকে নতুন নিয়মে টোটো চালান হবে।'
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামলকুমার মণ্ডল জানান,'টোটো গুলিকে জোড়-বিজোড় পদ্ধতি মেনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজোড় সংখ্যার টোটোগুলি জন্য নীল রঙের স্টিকার এবং জোড় সংখ্যার টোটোর জন্য সবুজ রঙের স্টিকার দেওয়া হয়েছে। ওঁদের আর্জির কথা মাথায় রেখে উল্টো রথের পর থেকে নতুন নিয়মে টোটো চালান হবে।'
advertisement
11/11
এখনও পর্যন্ত ১ হাজার ৬০০ টি টোটোতে নীল ও লাল রঙের আলাদা আলাদা স্টিকার লাগান হয়েছে। বিজোড় সংখ্যার জন্য নীল রঙের। আর জোড় সংখ্যার জন্য সবুজ রঙের। স্টিকার যাতে কেউ নকল করতে না পারেন, সে জন্য বিশেষ হলগ্রাম প্রযুক্তি লাগান হোয়েছে। ফলে আগামী দিনে দিঘায় পর্যটকদের সুবিধা হবে এই টোটো নিয়ন্ত্রণ ব্যবস্থায়। 
এখনও পর্যন্ত ১ হাজার ৬০০ টি টোটোতে নীল ও লাল রঙের আলাদা আলাদা স্টিকার লাগান হয়েছে। বিজোড় সংখ্যার জন্য নীল রঙের। আর জোড় সংখ্যার জন্য সবুজ রঙের। স্টিকার যাতে কেউ নকল করতে না পারেন, সে জন্য বিশেষ হলগ্রাম প্রযুক্তি লাগান হোয়েছে। ফলে আগামী দিনে দিঘায় পর্যটকদের সুবিধা হবে এই টোটো নিয়ন্ত্রণ ব্যবস্থায়।
advertisement
advertisement
advertisement