1 Rupees Dress: পুজোয় সবাই কিনল নিজের পছন্দমতো জামা, দাম মাত্র ১ টাকা ,কী করে সবার মুখে ফুটল হাসি

Last Updated:
1 Rupees Dress: ওই বাজারে ৬০ জন শিশু নিজের পছন্দ মতন কেনাকাটা করার সুযোগ পাই মাত্র ১ টাকার বিনিময়ে।
1/5
দুর্গাপুজোয় সকলের গায়েই উঠুক নতুন পোশাক৷ এই ভাবনা থেকে দারুণ উদ্যোগ৷  “এক টাকার পোশাক বাজার” - একদম শহরের দোকান, শপিং মলের মত অভিনব ছাড়ে শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। সিউড়ি সংলগ্ন কচুজোর গ্রামের অন্তর্ভুক্ত সেকডি অঞ্চলে ৯৯.৯৯ শতাংশ ছাড় দিয়ে মাত্র ১ টাকায় এই পোশাক দেওয়া হয়। দোকানের মতোই রঙ, সাইজ পছন্দ করে ১ টাকার বিনিময়ে পোশাক কিনে নেওয়ার মতন সুবিধা ছিল এই বাজারে।
দুর্গাপুজোয় সকলের গায়েই উঠুক নতুন পোশাক৷ এই ভাবনা থেকে দারুণ উদ্যোগ৷  “এক টাকার পোশাক বাজার” - একদম শহরের দোকান, শপিং মলের মত অভিনব ছাড়ে শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। সিউড়ি সংলগ্ন কচুজোর গ্রামের অন্তর্ভুক্ত সেকডি অঞ্চলে ৯৯.৯৯ শতাংশ ছাড় দিয়ে মাত্র ১ টাকায় এই পোশাক দেওয়া হয়। দোকানের মতোই রঙ, সাইজ পছন্দ করে ১ টাকার বিনিময়ে পোশাক কিনে নেওয়ার মতন সুবিধা ছিল এই বাজারে।
advertisement
2/5
গ্রামবাসীরা তাদের নিজেদের টাকাতেই তাদের শিশুদের জন্য পোশাক ক্রয় করেছে এই বাজার থেকে। দানের ভাবনা যেন শিশুদের এবং তাদের পরিবারের মনে খারাপ লাগা তৈরি না করে তাই তাদের হাত থেকে ১ টাকা নিয়েই এই উপহার তাদের তুলে দেওয়া হয়। সবার আনন্দ থাকে নিজের টাকাতেই কিছু করতে পারলে বা পরিবারের জন্য কিছু কিনতে পারলে৷ তাই সকলেই ১ টাকা নিয়ে  নিজেদের পছন্দের পোশাক  সংগ্রহ করে৷
গ্রামবাসীরা তাদের নিজেদের টাকাতেই তাদের শিশুদের জন্য পোশাক ক্রয় করেছে এই বাজার থেকে। দানের ভাবনা যেন শিশুদের এবং তাদের পরিবারের মনে খারাপ লাগা তৈরি না করে তাই তাদের হাত থেকে ১ টাকা নিয়েই এই উপহার তাদের তুলে দেওয়া হয়। সবার আনন্দ থাকে নিজের টাকাতেই কিছু করতে পারলে বা পরিবারের জন্য কিছু কিনতে পারলে৷ তাই সকলেই ১ টাকা নিয়ে  নিজেদের পছন্দের পোশাক  সংগ্রহ করে৷
advertisement
3/5
ওই বাজারে ৬০ জন শিশু নিজের পছন্দ মতন কেনাকাটা করার সুযোগ পাই মাত্র ১ টাকার বিনিময়ে। এই বিশেষ জামাকাপড় কেনার অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজকর্মী সুস্মিতা দত্ত,সঞ্চারী সালুই, রাকিব, সুমন-রা৷ দুর্গাপুজোয় সকলেই যাতে আনন্দে নিজেদের কেনা নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোতে পারে তাই এই উদ্যোগ৷ কারোর দানে পুজোর সাজ নয়, কিন্তু নিজেদের এই অভিনব ভাবনায় তারা এবার আনন্দ করে ঘুরবে৷
ওই বাজারে ৬০ জন শিশু নিজের পছন্দ মতন কেনাকাটা করার সুযোগ পাই মাত্র ১ টাকার বিনিময়ে। এই বিশেষ জামাকাপড় কেনার অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজকর্মী সুস্মিতা দত্ত,সঞ্চারী সালুই, রাকিব, সুমন-রা৷ দুর্গাপুজোয় সকলেই যাতে আনন্দে নিজেদের কেনা নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোতে পারে তাই এই উদ্যোগ৷ কারোর দানে পুজোর সাজ নয়, কিন্তু নিজেদের এই অভিনব ভাবনায় তারা এবার আনন্দ করে ঘুরবে৷
advertisement
4/5
উদ্যোক্তা প্রিয়নীল পাল জানান, ‘‘আমরা ১০ বছর থেকেই শিশুদের পুজোর সময় উপহার তুলে দিই,এই বছর এই বাজার করার ভাবনার কারণ আমরা চাই সমাজের আর্থিক স্বচ্ছল শ্রেণী এইভাবে আরও বাজার গড়ে তুলুক যাতে মানুষের মধ্যে সহযোগিতার ভাবনা গড়ে ওঠে একই সঙ্গে অহঙ্কারের ভাবনার বিনাশ হয়।’’
উদ্যোক্তা প্রিয়নীল পাল জানান, ‘‘আমরা ১০ বছর থেকেই শিশুদের পুজোর সময় উপহার তুলে দিই,এই বছর এই বাজার করার ভাবনার কারণ আমরা চাই সমাজের আর্থিক স্বচ্ছল শ্রেণী এইভাবে আরও বাজার গড়ে তুলুক যাতে মানুষের মধ্যে সহযোগিতার ভাবনা গড়ে ওঠে একই সঙ্গে অহঙ্কারের ভাবনার বিনাশ হয়।’’
advertisement
5/5
উপস্থিত মনোচিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য জানান, ‘‘এত সুন্দর উদ্যোগে থাকতে পেরে আমি আনন্দিত। আর এই বাজারের মাধ্যমে শিশুদের মনে কোন রকম হীনমন্যতা তৈরি হচ্ছে না যে ওরা দান গ্রহণ করছে, একইসঙ্গে তারা অর্থের এবং শিক্ষার গুরুত্বও বুঝতে পারছে।’’
উপস্থিত মনোচিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য জানান, ‘‘এত সুন্দর উদ্যোগে থাকতে পেরে আমি আনন্দিত। আর এই বাজারের মাধ্যমে শিশুদের মনে কোন রকম হীনমন্যতা তৈরি হচ্ছে না যে ওরা দান গ্রহণ করছে, একইসঙ্গে তারা অর্থের এবং শিক্ষার গুরুত্বও বুঝতে পারছে।’’
advertisement
advertisement
advertisement